হয়ে গিয়েছিল শেষ শুটিং, নতুন করে সিরিয়াল শুরু হতে রাতারাতি বদলে গেল নায়িকাই!

বাংলাহান্ট ডেস্ক : দর্শকরাই হলেন টেলিপাড়ার লক্ষ্মী। ভিউজ নিয়ে আসেন তারাই, যার উপরে ভিত্তি করে নির্ধারিত হয় টিআরপি। আর এই টিআরপি সিরিয়ালের (Serial) ক্ষেত্রে যে কতটা গুরুত্বপূর্ণ তা তো সকলেই জানেন। তবে অনেক সময় টিআরপি কম থাকলেও দর্শকদের দাবি মেনে ফেরানো হয় সিরিয়াল। সম্প্রতি যেমনটা ঘটেছে জি বাংলায়। এই চ্যানেলের ‘পুবের ময়না’ সিরিয়ালটিকে (Serial) আবারো ফিরিয়ে আনা হয়েছে দর্শকদের দাবিতে।

নতুন করে শুটিং শুরু সিরিয়ালের (Serial)

জি বাংলার পুবের ময়না সিরিয়ালটি (Serial) শেষ হতে বসেছিল। এমনকি শেষ শুটিং সেরে ফেলেছিলেন কলাকুশলীরা। সেখান থেকে আবারো ফিরে আসা। শেষ শুটিং হয়ে যাওয়ার পরও নতুন করে ফের শুটিং শুরু হয়েছে এই ধারাবাহিকের। একথা আমরা আগেই জানিয়েছিলাম। সম্প্রতি নায়ক রোদ্দুর ওরফে গৌরব রায়চৌধুরীও একথা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

This actress is reportedly going to be changed in this serial

কী জানালেন অভিনেতা: আবার শুরু হয়েছে পুবের ময়নার শুটিং, একথা জানিয়ে গৌরব বলেন, তিনি নতুন প্রোজেক্টের (Serial) প্রস্তুতি নেওয়াও শুরু করে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই জানতে পারেন, পুবের ময়না আবার শুরু হচ্ছে। এর সঙ্গেই তিনি জানান, দর্শকদের ভালোবাসাই তাঁদের ফিরিয়েছে।

আরো পড়ুন: এসি রেস্তোরাঁতেও খেতে হবে কাগজের প্লেটে, সঙ্গে উপরি চার্জ! নন্দিনী দির দোকানে মাটন থালির দাম জানেন?

আসতে চলেছে বড় বদল: টেলিভিশনের পর্দায় কম টিআরপি, স্লট বদল নিয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল সিরিয়ালটি (Serial)। কিন্তু ওটিটিতে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে পুবের ময়না। তাই দর্শকদের দাবিতেই আবারো ফিরে আসা। গৌরব বলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় না হলেও দর্শকদের থেকে সবসময় ভালোবাসা পেয়ে এসেছেন।

আরো পড়ুন: খ্যাতি পেয়েই ছাড়েন প্রথম প্রেমিকাকে? নিন্দুকদের ফুৎকারে উড়িয়ে চলতি মাসেই বিয়ের পিঁড়িতে ‘প্রেতকথা’ খ্যাত গৌরব

তবে পুবের ময়নার শুটিং আবারো শুরু হলেও বেশ কিছু পরিবর্তন ঘটে গিয়েছে বলে খবর। সূত্রের খবর বলছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের পরিবর্তন ঘটে গিয়েছে সিরিয়ালে (Serial)। অভিনেত্রী কন্যাকুমারীকেও নাকি আর দেখা যাবে না এই সিরিয়ালে। রোদ্দুরের কাকিমার চরিত্রে অভিনয় করতেন তিনি। তবে এই পরিবর্তনের গুঞ্জন নিয়ে আর বেশি তথ্য মেলেনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর