বাংলাহান্ট ডেস্ক : একের পর এক চমক এসেই চলেছে টেলিভিশনে। ছোটপর্দায় এখন কার্যত সিরিয়াল (Serial) শুরুর ধুম। বছরের শুরুতেই একগুচ্ছ নতুন গল্প নিয়ে হাজির হয়েছেন নির্মাতারা। টিআরপির খেলায় নতুন উদ্যমে পা রাখছেন বিভিন্ন চ্যানেলের নামী প্রোডাকশন হাউজগুলি। প্রায় সব চ্যানেলেই কোনো না কোনো ধারাবাহিক (Serial) শুরু হয়েছে, নয়তো শুরু হবে খুব শিগগিরই।
জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল (Serial)
সিরিয়াল (Serial) শুরুর ক্ষেত্রেও রেষারেষিতে জড়িয়েছে দুই চ্যানেল জি বাংলা এবং স্টার জলসা। জি বাংলায় পরপর শুরু হওয়ার মুখে তিন তিনটি নতুন ধারাবাহিক। এর মধ্যে এক সপ্তাহ আগে পরেই শুরু হচ্ছে দুগ্গামণি ও বাঘমামা আর চিরদিনই তুমি যে আমার। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষা শেষে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে এই দুটি নতুন সিরিয়াল (Serial)।
রুবেলের নতুন মেগা আসছে: সঙ্গে আরো একটি ধারাবাহিকের প্রথম ঝলক সামনে এসেছে সম্প্রতি। ‘তুই আমার হিরো’ নামে এই নতুন সিরিয়ালে (Serial) নায়ক নায়িকা হিসেবে প্রথম বার জুটি বাঁধতে চলেছেন রুবেল দাস এবং মোহনা মাইতি। উল্লেখ্য, রুবেলের শেষ সিরিয়াল (Serial) ‘নিম ফুলের মধু’র শেষ শুটিং ছিল আজকেই। তবে অভিনেতা বেশ কিছুদিন আগেই শুটিং শেষ করেছেন নিজের চরিত্রের। আর এবার মন খারাপের মধ্যেও দর্শকদের জন্য এল বড় খবর।
আরো পড়ুন : রক্তাক্ত শেয়ার বাজারে ফেব্রুয়ারির শেষ দিনেই ঘটল বিপর্যয়! মাথায় হাত বিনিয়োগকারীদের
ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী: গুঞ্জন বলছে, স্টার জলসায় আসতে চলেছে আরো একটি নতুন সিরিয়াল। ক্রেজি আইডিয়াজ প্রোডাকশন খুব শীঘ্রই নতুন সিরিয়াল (Serial) আনতে চলেছে বলে খবর। এবার এই আসন্ন সিরিয়াল (Serial) নিয়েই এল বড় খবর। জানা গিয়েছে, এই সিরিয়ালের (Serial) হাত ধরেই আবার ফিরতে চলেছেন নিম ফুলের ‘তারকাটা বৌমা’ পর্ণা ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা।
আরও পড়ুন : মাটির নিচে ১৪ কোটি বছরের “গুপ্তধন”, পড়শি রাজ্যে বিরাট সাফল্য ভূতাত্ত্বিকদের, জানলে হবেন “থ”
ইতি মধ্যেই নাকি হয়ে গিয়েছে প্রোমো শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের পরেই প্রকাশ্যে আসবে প্রোমো। এও জানা যাচ্ছে, একটি নতুন প্রেমের কাহিনি নিয়ে আসতে চলেছে নতুন সিরিয়াল( Serial), যা দর্শকদের চমকে দেবে। টেলিপাড়ায় গুঞ্জন, এই নতুন সিরিয়ালের (Serial) জন্য আপাতত নাকি দুটি নাম ঠিক করা হয়েছে- মন পাখি এবং স্বপ্নময় লেন। তবে এর মধ্যে কোনটি চূড়ান্ত হবে তা এখনো জানা যায়নি। এর আগে শোনা গিয়েছিল, এই মেগার মাধ্যমেই প্রথম বার জলসায় পা রাখতে চলেছেন অভিনেতা অভিষেক বীর শর্মা। নায়ক হিসেবে নতুন সিরিয়াল (Serial) আসতে চলেছে তাঁর।