বিরাট ধাক্কা TRP-তে, গল্প জমে ওঠার আগেই জলসার সিরিয়াল ছাড়লেন নায়িকা!

বাংলাহান্ট ডেস্ক : টিআরপির লড়াই দিন দিন আরো কঠিন হয়ে উঠছে। কীভাবে দর্শকদের ধরে রাখা যায়, সর্বক্ষণ সেই চিন্তাতেই মগ্ন নির্মাতারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ কাউকে এতটুকুও ছাড় দিতে রাজি নয়। আর টিআরপি ধরতেও তাই দুদিন অন্তর অন্তর টুইস্ট আনছে বিভিন্ন সিরিয়ালগুলি (Serial)। এর মধ্যে যে গল্প টানটান উত্তেজনার সঙ্গে ভালো পারফরম্যান্সও দিতে পারছে, তারাই বাড়িয়ে নিচ্ছে টিআরপি।

সিরিয়ালে (Serial) সামান্য বদলেই পড়তে পারে টিআরপিতে প্রভাব

প্রতি সপ্তাহে যেখানে কঠিন থেকে কঠিনতর হচ্ছে প্রতিযোগিতা, সেখানে এতটুকুও ঝুঁকি নিতে রাজি নয় সিরিয়াল (Serial) নির্মাতারা। কারণ কোনো পরিবর্তন যেকোনো সময় বিপক্ষে যেতেই পারে। স্লট বদল থেকে গল্পের ট্র্যাক বদল অনেক সময়ই টিআরপিতে পতন ডেকে আনতে পারে। এমনকি নায়ক নায়িকা বদল কিংবা কোনো নতুন মুখের এন্ট্রিতেও অনেক সময় টিআরপিতে প্রভাব পড়ে।

This actress left star jalsha popular serial

 

নম্বরে পিছিয়ে রয়েছে ধারাবাহিক: তবে এবার স্টার জলসার একটি সিরিয়ালে (Serial) ঘটতে চলেছে এমনি কাণ্ড। ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গেলেন নায়িকা। এমনিতে টিআরপি তালিকায় খুব একটা খারাপ পরিস্থিতিতে নেই সিরিয়ালটি (Serial)। বিপক্ষের মেগার থেকে বেশি নম্বর তুলে স্লট দখলে রাখলেও অনলাইনে তেমন ভিউ নেই মেগার। জলসার অন্যান্য সিরিয়াল গুলির তুলনায় অনলাইনে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে ধারাবাহিকটি।

আরো পড়ুন : নামমাত্র TRP-তে আর টেকা গেল না, চ্যানেলের এক কোপে মোটে সাত মাসেই “খেল খতম” জোড়া সিরিয়ালের!

সিরিয়াল ছাড়লেন নায়িকা: কথা হচ্ছে ‘তেঁতুলপাতা’ সিরিয়ালের (Serial) ব্যাপারে। ঋষি-ঝিল্লির রসায়ন টেলিভিশনে দর্শকদের মন কাড়লেও অনলাইনে তেমন টিআরপি তুলতে পারেনি সিরিয়ালটি। এর মাঝেই জানা গিয়েছে, ধারাবাহিক (Serial) থেকে বেরিয়ে গিয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। তবে চিন্তার কারণ নেই। কারণ তিনি পাকাপাকি ভাবে সিরিয়াল ছাড়ছেন না। আসলে অন্তঃসত্ত্বা অনিন্দিতা প্রেগনেন্সি লিভ নিয়েছেন।

আরো পড়ুন : তলে-তলে এই প্ল্যান! ভারতকে বড়সড় ঝটকা দেওয়ার প্রস্তুতি বাংলাদেশের, তিস্তা প্রকল্পে যুক্ত হচ্ছে চিন?

তেঁতুলপাতার সেটেই সাধ খাওয়ানো হয়েছে তাঁকে। তিনি যতদিন না কাজে ফিরছেন ততদিন এই চরিত্রে কাউকে নেওয়া হবে না বলেই জানা যাচ্ছে। তবে একজন চরিত্রের এভাবে ‘হারিয়ে যাওয়া’ তেঁতুলপাতার টিআরপিতে কোনো প্রভাব ফেলবে কিনা সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর