জব্বর খবর! লম্বা বিরতি শেষে নতুন সিরিয়াল, নায়িকা হয়ে ফিরছেন জলসার ঘরের মেয়ে!

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার (Serial) জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় তাঁর নাম থাকবে একেবারে শুরুর দিকেই। দর্শকদের অতি প্রিয় অভিনেত্রী তিনি। বর্তমানে অবশ্য ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। আবার বড়পর্দায় নাচছেন ‘আইটেম সং’এও। সব মিলিয়ে একের পর এক চমক দিচ্ছেন নায়িকা। তবে এবার জব্বর খবর, বিরতি শেষে ফের নতুন ধারাবাহিকে (Serial) ফিরতে চলেছেন অভিনেত্রী।

নতুন সিরিয়াল (Serial) নিয়ে ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী

স্টার জলসায় পরপর সিরিয়ালে (Serial) দর্শকদের নজর কেড়েছেন তিনি। তবে এখনো অনেকের কাছেই তাঁর পরিচয় ‘গুনগুন’ নামে। তিনি অভিনেত্রী তৃণা সাহা। জলসায় ‘খড়কুটো’ ধারাবাহিকে দুরন্ত অভিনয়ের পর ফের ‘ঝোরা’ হয়ে ফিরেছিলেন একই চ্যানেলে। তবে টিআরপির অভাবে খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। তারপর অন্য একটি সিরিয়ালে (Serial) অভিনয় করেছিলেন তিনি। তবে এন্ট্রি নিয়েছিলেন কিছু সময় পরে।

This actress of star jalsa is rumoured to return again with new serial

কে হবেন নায়ক: সেই ধারাবাহিকও শেষ হয়ে বছর ঘুরে গিয়েছে। তবে এবার গুঞ্জন বলছে, আবার নতুন মেগা (Serial) নিয়ে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তৃণার। বিপরীতে নাকি দেখা মিলতে পারে অভিনেতা রাহুল মজুমদারের। সূত্রের খবর বলছে, তিনি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন বটে, তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়।

আরো পড়ুন : TRP তুলেও রক্ষে নেই, ফের নায়িকা বদল জলসার সিরিয়ালে, বাদ পড়ছেন এই অভিনেত্রী!

আগেও শোনা গিয়েছিল গুঞ্জন: উল্লেখ্য, গত বছরের শেষের দিকেও তৃণার টেলিভিশনে (Serial) ফেরার গুঞ্জন জোরালো হয়েছিল। প্রথমে শোনা গিয়েছিল, তিনি নাকি হিন্দি সিরিয়ালে (Serial) পা রাখছেন। কিন্তু অভিনেত্রী নিজেই সেকথা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে জল্পনা শোনা গিয়েছিল, স্টার জলসারই একটি ধারাবাহিকে (Serial) নাকি দেখা যেতে পারে তাঁকে। তবে তৃণা নিজে এখনো এ বিষয়ে মুখ খোলেননি।

আরো পড়ুন : ‘বেহুঁশ হয়ে…’, পরিচালকের বাথরুমের কোমড ভেঙে ফেলেছিলেন স্বস্তিকা!

তৃণা সাহাকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল ‘লাভ বিয়ে আজকাল’ সিরিয়ালে (Serial)। তবে নায়িকা মাঝপথে ছেড়ে দেওয়ার পর মুখ্য চরিত্রে এন্ট্রি নিয়েছিলেন তিনি। বিপরীতে ছিলেন ওম সাহানি। এবার ফের যদি তৃণা কামব্যাক করেন, তবে তা যে তাঁর অনুরাগীদের জন্য খুবই আনন্দের খবর হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর