এই অভিনেত্রীই সায়ন্তর চতুর্থ “শিকার”! ভাইরাল ভিডিওতে বিতর্ক বাড়তেই বিষ্ফোরক নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রে একটাই নাম, সায়ন্ত মোদক (Sayanta Modak)। তিন তিনজন অভিনেত্রী মডেলকে প্রেমের জালে ‘ফাঁসিয়ে’ তাঁদের উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার করার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। প্রথম কিরণ মজুমদার, তারপর একে একে দেবচন্দ্রিমা সিংহ রায়, প্রিয়াঙ্কা মিত্রর মতো অভিনেত্রীরা সরব হয়েছেন সায়ন্তর (Sayanta Modak) বিরুদ্ধে। তাঁরা তিনজনেই অভিনেতার প্রাক্তন প্রেমিকা এবং কমবেশি একই পরিস্থিতির শিকার।

সায়ন্তর (Sayanta Modak) সঙ্গে ফের নাম জড়াল অভিনেত্রীর

প্রাক্তনদের টাকায় ঘুরে বেড়ানো, ফুর্তি করা থেকে শুরু করে কুরুচিকর কথা বলা, মানসিক নির্যাতন এমনকি গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। আর এবার আরো এক অভিনেত্রীর নাম জড়াল সায়ন্তর (Sayanta Modak) সঙ্গে। দুজনের বেশ কিছু রোম্যান্টিক ভিডিও ভাইরাল হতেই তীব্র হয়েছে বিতর্ক। বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী।

This actress opened up about rumoured relationship with sayanta modak

কী বললেন নায়িকা: তিনি অভিনেত্রী প্রত্যুষা পাল। আপাতত অভিনয় থেকে একটু দূরেই রয়েছেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা অব্যাহত। সায়ন্তর সঙ্গে কিছু ভিডিও ভাইরাল হয়েছে তাঁর। এদিকে একটি ভিডিওতে দেবচন্দ্রিমাকে বলতে শোনা গিয়েছিল, সায়ন্তর (Sayanta Modak) সঙ্গে চতুর্থ জন যিনি সম্পর্কে জড়িয়েছেন, তিনিও নাকি একজন অভিনেত্রী। নেটিজেনরা এর পরেই দুয়ে দুয়ে চার করে তীব্র সমালোচনা, ট্রোলিং শুরু করে। বাধ্য হয়ে মুখ খোলেন প্রত্যুষা।

আরো পড়ুন : স্বয়ং মুখ্যমন্ত্রী দেখেন এই সিরিয়াল! তবুও ‘চিরসখা’র ভবিষ্যৎ নিয়ে চিন্তায় লীনা, কেন?

ভাইরাল হয়েছে ভিডিও: অভিনেত্রীর দাবি, সায়ন্তর (Sayanta Modak) সঙ্গে তাঁর কোনো সম্পর্কই নেই। প্রত্যুষা বলেন, সায়ন্তকে তিনি যেটুকু চেনেন তা পেশাগত সূত্রেই। হইচই এর একটি মিনি সিরিজে কাজ করেছিলেন দুজনে। সেই থেকেই ভিডিও গুলি এখন ভাইরাল হয়েছে বলে মনে করছেন তিনি। প্রত্যুষার দাবি, তাঁদের একসঙ্গে তোলা কোনো ছবিই নেই। তাঁদের প্রোজেক্টের থেকে ছবি স্ক্রিনশট করে তুলে ব্যবহার করা হয়েছে ভিডিওতে।

আরো পড়ুন : সবটাই “ভাঁওতাবাজি”! সত্যিই “স্ক্রিপ্টেড” ইন্ডিয়ান আইডল, ফাঁস চাঞ্চল্যকর ছবি

প্রত্যুষা অনুরোধ করেছেন, সত্যিটা না জেনে ভুয়ো খবর যেন কেউ না ছড়ান। শুধুমাত্র টাকা কামাতে এবং সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেতে যার তার নাম যে কারোর সঙ্গে জুড়ে দিয়ে ভিডিও বানানো যায় না, স্পষ্ট কথা প্রত্যুষার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর