মোদীকে “ধ‍্যান” নিয়ে খোঁচা দিলেন এই বলিউড অভিনেত্রী !

 

বাংলা hunt ডেস্ক : তার স্বামী বলিউড এনঞৌর অন‍্যতম সুপারস্টার অক্ষয় কুমারের সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সখ‍্যতা নিয়ে নতুন করে কিছু বলার নেই।এমনকি মোদির একঠি সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি, যা এখনো ভাইরাল সোশ্যাল মিডিয়া‌‍য়।

 

একদিকে যখন তার এবং অক্ষয়ের সখ‍্যতা একটি আলোচনার বিষয়।ঠিক তখন এমন সময় মোদিকে তীর্যক মন্তব্যে বিঁধলেন তার স্ত্রী টুইংকল খান্না।বর্তমানে কেদারনাথ – বদ্রীনাথ সফরে রয়েছেন নরেন্দ্র মোদী , সেইখান থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছিলো তার একটি ধ‍্যান মগ্ন ছবি।যা নিয়ে তৈরী হয়েছে একের পর এক মিম, এইবার সেই ঘটনার স্মৃতি টেনে দেশের প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন অক্ষয় – পত্নী টুইংকল।

05af4 img 20190520 wa0014

নিজের ধ‍্যানরত অবস্থায় বসা টুইংকল সেই ছবিতে লেখেন বেশকিছুদিন ধরে কয়েকদিন ধরে নানারকম ধ‍্যানমগ্ন ছবি দেখছি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, এইবার আমিও তার উপর একটি ওয়ার্কশপ করার কথা ভাবছি ! স্বাভাবিক ভাবেই টুইঙ্কলের সেই ছবি ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

সম্পর্কিত খবর