জুটেছিল ‘ঝাড়ুদার’ তকমা, ‘রাধা’র চরিত্রে অভিনয় করতে আমিষ ছেড়েছিলেন এই মুসলিম অভিনেত্রী!

বাংলাহান্ট ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রি কার্যত প্রতিভার খনি। শুধুমাত্র স্টার পরিবার থেকেই নয়, বাইরে থেকেও এমন অনেক অভিনেতা অভিনেত্রীই (Actress) এই ইন্ডাস্ট্রিতে আসেন যাঁরা পরবর্তীতে জনপ্রিয় নাম হয়ে ওঠেন বলিউডে। এমনি এক অভিনেত্রীর কাহিনি রইল এই প্রতিবেদনে যিনি অভিনয় ব্যাকগ্রাউন্ড থেকে না এসেও বলিউডে নিজের দাপট বজায় রাখতে পেরেছেন।

অভিনয় নিয়ে যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত অভিনেত্রী (Actress)

কথা হচ্ছে জারিনা ওয়াহাবের বিষয়ে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে জন্ম তাঁর। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন তিনি। সে সময়েই একটি অভিজ্ঞতা হয়েছিল তাঁর। এক সাক্ষাৎকারে জারিনা জানিয়েছিলেন, তিনি যখন পুনেতে অভিনয় নিয়ে পড়াশোনা করছেন, তখন রাজ কাপুর প্রায়ই সেখানে যেতেন শৈলেন্দ্র সিং এর সঙ্গে দেখা করতে।

This actress quit nonveg to act as radha

পেয়েছিলেন ঝাড়ুদার নাম: একদিন রাজ কাপুর জারিনাকে দেখে বলেছিলেন, তাঁকে নাকি ঝাড়ুদারের মতো দেখতে। অভিনেত্রী (Actress) যখন জিজ্ঞাসা করেন তাঁর এমনটা বলার কারণ, তখন বর্ষীয়ান অভিনেতা উত্তর দিয়েছিলেন, জিনাত আমানকেও তিনি একইq নামে ডাকেন। জারিনার মধ্যে জিনাতের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন তিনি। অভিনেত্রীর (Actress) কথায়, অনেকে বিষয়টি অন্য ভাবে প্রকাশ করলেও তাঁর কাছে এটা কোনো প্রশংসার চেয়ে কম নয়।

আরো পড়ুন : বাঁদরের জন্য বরাদ্দ ফাইভ স্টার হোটেল, পারিশ্রমিক গোবিন্দার থেকেও বেশি! কোন ছবিতে?

রাধার চরিত্রেও করেছেন অভিনয়: ফিল্মি কেরিয়ারে চিতচোর, অগ্নিপথ এর মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন জারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী (Actress) জানান, একদিন রাতে তাঁর কাছে একটি ফোন আসে। একটি নির্দিষ্ট সেটে যেতে বলা হয় তাঁকে পরের দিন। জারিনা সেখানে যাওয়ার পর তাঁকে একটি পোশাক পরতে দেওয়া হয়। জারিনা জানতে পেরেছিলেন, একজন অভিনেত্রীকে (Actress) রিপ্লেস করে তাঁকে নেওয়া হচ্ছে।

আরো পড়ুন : ‘মেকআপ রুমে হাউহাউ করে কেঁদেছিলাম’, বিচ্ছেদ নিয়ে প্রথম বার মুখ খুললেন শাহিদ

সেদিন তাঁকে বলা হয়েছিল, ‘গোপাল কৃষ্ণ’ ছবিতে রাধার ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি তাই ছবি মুক্তি না হওয়া পর্যন্ত আমিষ খাবার খাওয়া যাবে না তাঁর। নির্দেশ অক্ষরে অক্ষরে মেনেছিলেন জারিনা। ছবির রিলিজ পর্যন্ত কোনো মাংস খাননি তিনি। উল্লেখ্য, জারিনার আরো একটি পরিচয় রয়েছে। তিনি আদিত্য পাঞ্চোলির স্ত্রী এবং সুরজ পাঞ্চোলির মা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর