বাংলাহান্ট ডেস্ক : বাংলা বিনোদুনিয়ার অভিনেতা অভিনেত্রীদের (Actress) বলিউড পাড়ি দেওয়ার বিষয়টি নতুন নয়। হিন্দি ধারাবাহিক বা সিরিয়ালে প্রায়ই দেখা মেলে টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীদের। অতি সম্প্রতি জানা গিয়েছিল, বলিউডে পাড়ি দিচ্ছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। হিন্দি ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন তিনি। এবার তালিকায় জুড়ল আরো এক নাম। মায়ানগরীতে পাড়ি দিতে চলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও।
হিন্দি সিরিয়ালে অভিনয় করবেন অভিনেত্রী (Actress)
অর্জুনের মতো রূপাঞ্জনাকেও শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে। দীর্ঘদিন লাবণ্য স্যান্যালের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে একসময় নিজেই চরিত্রটি থেকে সরে আসেন অভিনেত্রী (Actress)। কারণ হিসেবে জানিয়েছিলেন, একঘেয়ে হয়ে গিয়েছিল চরিত্রটি।
মুম্বই পাড়ি অভিনেত্রীর: মাঝে বেশ লম্বা একটা বিরতি নিয়েছিলেন তিনি ছোটপর্দা থেকে। অবশ্য অভিনয় করেছেন ওয়েব সিরিজ ‘কালরাত্রি’তে। আর এবার সটান লাফ বাংলা থেকে হিন্দিতে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুম্বই পাড়ি দিতে চলেছেন রূপাঞ্জনা। তবে সিনেমা নয়, একটি হিন্দি সিরিয়ালে দেখা যাবে তাঁকে।
আরো পড়ুন : টেলি নায়িকার প্রাক্তন, বৃন্দাবনে রাশিয়ান সুন্দরীকে বিয়ে করছেন ছোটপর্দার হার্টথ্রব নায়ক!
থাকছেন বলি নায়িকাও: সূত্রের খবর বলছে, ধারাবাহিকটির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। একটি তন্ত্র সাধিকার চরিত্রে নাকি দেখা যাবে রূপাঞ্জনাকে (Actress)। পাশাপাশি বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাও নাকি সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বলে খবর।
আরো পড়ুন : নতুন বছরের মেগা চমক! বাংলার ভাগ্যে এবার বুলেট ট্রেন? সামনে এল বিরাট আপডেট
এখানেই শেষ নয়। হিন্দি সিরিয়ালে অভিনয় করবেন বলে বাংলাকে ভুলে যাননি রূপাঞ্জনা। শোনা যাচ্ছে, আবারো একটি বাংলা সিরিয়ালেও নাকি দেখা যাবে তাঁকে। সুরিন্দর ফিল্মস প্রযোজনার ধারাবাহিকটিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই রূপাঞ্জনার দেখা মিলবে বলে খবর।