বাবার কোলে বসে আদুরে মেয়ে, টলিউডের এই স্টারকিড এখন গ্ল্যামারাস নায়িকা! চিনতে পারলেন?

বাংলাহান্ট ডেস্ক : বিনোদুনিয়ার তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আগ্রহ থাকে আমজনতার। সোশ্যাল মিডিয়ায় তাঁদের শেয়ার করা পোস্ট দেখার জন্য ভিড় জমে অনুরাগীদের। বিশেষ করে অভিনেতা অভিনেত্রীদের ছোটবেলার ছবি (Childhood Photo) দেখার জন্য বিশেষ আগ্রহ থাকে নেটনাগরিকদের।

অভিনেত্রীর ছোটবেলার ছবি (Childhood Photo) ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। টলিউডের এক খ্যাতনামা অভিনেত্রীর ছোটবেলার ছবিতে (Childhood Photo) নজর আটকেছে নেটিজেনদের। ছবিতে দেখা যাচ্ছে, বাবার কোলে বসে রয়েছেন ছোট্ট অভিনেত্রী। তার পরনে ফ্রক। বাবার কোলে বসে অবাক হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে খুদে।

 

অভিনয় জগতের স্টারকিড তিনি: বর্তমানে এই খুদেই টলিউড তথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী (Childhood Photo)। তাঁর পরিবারের রয়েছে অভিনয়ের ব্যাকগ্রাউন্ড। দিদা এবং মা দুজনেই ছিলেন দাপুটে নায়িকা। তাঁদের পথ অনুসরণ করেই বাংলা, হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে?

আরো পড়ুন : অনেক ষড়যন্ত্র হয়েছে মুম্বইতে! ‘এই বাঙালির বাচ্চা…’ মঞ্চে উঠে বোমা ফাটালেন কুমার শানু

বাবার কম বয়সের ছবিও শেয়ার করেছেন তিনি: এই পুঁচকে হলেন অভিনেত্রী রাইমা সেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছোটবেলার এই ছবিটি (Childhood Photo) শেয়ার করেছেন তিনি। সঙ্গে ভাগ করে নিয়েছেন বাবা ভরত দেব বর্মার কম বয়সের দুটি ছবিও। মাত্র তিন দিন আগে বাবাকে হারিয়েছেন রাইমা। শোকগ্রস্ত অভিনেত্রী এখনো সামলে উঠতে পারেননি নিজেকে। বাবার মৃত্যুর পর এটাই সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রথম পোস্ট।

আরো পড়ুন : বয়সের ফারাক ১৪ বছর! বিয়ের পরেই ইন্ডাস্ট্রিতে একঘরে অপরাজিতা, কী কাজ করতেন অভিনেত্রীর স্বামী?

ছবিগুলি শেয়ার করে রাইমা লিখেছেন, ‘বাবা এখনো কিছু লেখার ক্ষমতা নেই। তুমি স্বামী এবং বাবা হিসেবে যে কতটা ভালো ছিলে তা বলতে গেলে শব্দ কম পড়বে। তুমি যেখানেই আছো ভালো থেকো, আর যেমনমন দারুণ ভাবে জীবন কাটিয়েছো সেভাবেই থেকো। তোমাকে চিরকাল মিস করব, খুব ভালোবাসি’। প্রসঙ্গত, মুনমুন সেনের সঙ্গে দীর্ঘ ৪৬ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে গত মঙ্গলবার প্রয়াত হন ভরত দেব বর্মা।

This actress shared her childhood photo with father

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর