বাংলাহান্ট ডেস্ক : সবে মাস দুয়েক হয়েছে শুরু হয়েছে সিরিয়াল (Serial)। এখনো ঠিক ভাবে টিআরপিও ধরে উঠতে পারেনি ধারাবাহিক। সবে মাত্র স্লট ধরতে শুরু করেছে। এর মধ্যেই খারাপ খবর এল জি বাংলার সিরিয়াল নিয়ে। নতুন মেগা থেকে বাদ পড়লেন নায়িকা। ধারাবাহিকের (Serial) প্রোমো, শুরুর দিকে কিছু পর্বে দেখা মিললেও বেশ কিছুদিন ধরেই আর দেখা যাচ্ছিল না তাঁকে। এবার জানা গেল, বাদ পড়েছেন তিনি।
জি এর সিরিয়াল (Serial) থেকে বাদ নায়িকা
জি বাংলায় এই মুহূর্তে একগুচ্ছ সিরিয়াল (Serial) সম্প্রচারিত হচ্ছে। তার মধ্যে কিছু ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ ভালো ফল করছে। আবার কিছু সিরিয়াল এখনো পিছিয়ে রয়েছে নম্বরের দিক দিয়ে। নানান টুইস্ট এনেও স্লট ধরতে বারবার ব্যর্থ হচ্ছে সিরিয়ালগুলি (Serial)। তার মধ্যে তো বিভিন্ন বদল রয়েছেই। নায়ক নায়িকার মুখ বদল অনেক সিরিয়ালেই আকছার ঘটে চলেছে। এবার জি এর ধারাবাহিকেও ঘটল একই ঘটনা।
ধীরে ধীরে বাড়ছে টিআরপি: গত নভেম্বর মাসের শেষের দিকে শুরু হয়েছিল ‘মিত্তির বাড়ি’। এখনো নতুনই বলা চলে সিরিয়ালটিকে (Serial)। প্রোমোতে আশা জাগালেও শুরুর দিকে দর্শক টানতে ব্যর্থ হয়েছিল সিরিয়ালটি (Serial)। প্রাক্তন ‘বেঙ্গল টপার’ নায়কের ব্যর্থতার কটাক্ষ, নায়িকা বদলানোর দাবিও উঠেছিল দর্শক মহলে। তবে ইদানিং ধীরে ধীরে বাড়তে শুরু করেছে টিআরপি। বিপরীতে স্লট বদল হয়ে ‘চিরসখা’ আসতেই দর্শকরা ঝুঁকেছেন মিত্তির বাড়ির দিকে। কিন্তু এবার এল খারাপ খবর।
আরো পড়ুন : পরতে পরতে নস্টালজিয়া, গায়ক বাবুলের কামব্যাকে আবেগে ভাসলেন শ্রোতারা, রিলিজেই সুপারহিট ‘শুধু তোমারই জন্য’
মুখ খুললেন অভিনেত্রী: ‘মিত্তির বাড়ি’ থেকে সরলেন অভিনেত্রী মানসী সিনহা। এই সিরিয়ালে (Serial) নায়ক ধ্রুবর পিসির চরিত্রে অভিনয় করছিলেন তিনি। প্রোমোতে দেখা গিয়েছিল মানসীকে। শুরুর দিকে কয়েকটি পর্বেও ছিলেন তিনি। কিন্তু আচমকাই ছন্দপতন। পিসেমশাইকে দেখা গেলেও উধাও পিসি। ব্যাপারটা কী? উত্তর দিলেন খোদ মানসীই। অভিনেত্রী জানান, তিনি আর মিত্তির বাড়িতে (Serial) নেই। তাই কল টাইমও পাননি।
আরো পড়ুন : “দেউলিয়া” হওয়ার পথে আমেরিকা! মাস্কের ঘোষণায় বড় বিপাকে ট্রাম্প
কিন্তু কেন? মানসী কি স্বেচ্ছায় ছাড়লেন সিরিয়াল (Serial), নাকি বাদ দেওয়া হয়েছে তাঁকে? এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও অভিনেত্রী জানান, নির্মাতারা তাঁকে আর ডাকেননি। মানসী স্পষ্টবাদী। এই কারণে এর আগেও কাজ পাওয়া নিয়ে সমস্যা হয়েছিল তাঁর। এবারেও কি তবে একই ঘটনা ঘটল? মানসী অবশ্য কোনও ক্ষোভ প্রকাশ করেননি এতে। নিজের নতুন কাজেই মনোযোগ দিয়েছেন তিনি। তবে ভবিষ্যতে মিত্তির বাড়িতে আর তাঁকে দেখা যাবে কিনা, বা তাঁর জায়গায় অন্য কাউকে আনা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।