বাংলাহান্ট ডেস্ক : সবটাই ঠিকঠাক হয়ে গিয়েছিল। এমনকি সংবাদ শিরোনামে জায়গাও করে নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই গণ্ডগোল হয়ে গেল সবটা। আসন্ন নতুন সিরিয়াল (Serial) থেকে বাদ পড়লেন জনপ্রিয় নায়িকা। তাঁর বদলে এল অন্য আরেক অভিনেত্রী। খবর শুনে স্বাভাবিক ভাবেই বিমর্ষ এবং হতভম্ব দর্শকরা।
নতুন সিরিয়াল (Serial) থেকে বাদ পড়লেন নায়িকা
টেলিপাড়ায় নায়ক নায়িকা বদল হতেই থাকে। অনেক সময় গল্পের (Serial) প্রয়োজনে, আবার অনেক সময় অন্য কোনো কারণে বাদ পড়েন অভিনেতা অভিনেত্রীরা। অনেক ক্ষেত্রে সবকিছু চূড়ান্ত হয়েও শেষ মুহূর্তে বাদ পড়েছেন, এমন উদাহরণও রয়েছে। এবার একই ঘটনা ঘটল ছোটপর্দার (Serial) জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে। দীর্ঘ দু বছর পর সিরিয়ালে (Serial) ফেরার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ করেই ধারাবাহিক থেকে বাদ পড়েন তিনি।
প্রকাশ্যে এসেছে প্রোমো: সদ্য প্রকাশ্যে এসেছে স্টার জলসার আসন্ন সিরিয়াল (Serial) ‘পরশুরাম আজকের নায়ক’ এর প্রোমো। সেখানে প্রথম বার জুটিতে ধরা দিয়েছেন তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু। গতানুগতিক সিরিয়াল থেকে এটি অনেকটাই আলাদা। কারণ এটি নায়িকা নয়, বরং নায়ক কেন্দ্রিক ধারাবাহিক হতে চলেছে। পাশাপাশি তৃণাকেও এতদিন পর সিরিয়ালে (Serial) পেয়ে খুবই খুশি ছিলেন দর্শকরা। এর মাঝেই এল খারাপ খবর।
আরো পড়ুন : TRP-র দেখা নেই, স্লট ধরতে মরিয়া, টানটান পর্বে “ধুন্ধুমার” কাণ্ড জলসার এই মেগায়!
বাদ পড়ার কারণ কী: জানা গিয়েছে, সিরিয়াল (Serial) থেকে বাদ পড়েছেন তৃণা। তবে বাংলা নয়, একটি হিন্দি সিরিয়ালে অভিনয় করার কথা ছিল তাঁর। সম্প্রতি ‘আমি ডাকিনী’ নামে একটি ভৌতিক ধারাবাহিকের (Serial) প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে জনপ্রিয় বাঙালি টেলি নায়িকা শর্মিষ্ঠা আচার্যকে। কিন্তু জানা গিয়েছে, ওই সিরিয়ালেই নাকি তৃণার অভিনয় করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই বাদ পড়েন তিনি।
আরো পড়ুন : সর্বনাশ! বাংলাদেশের এই একটা ভুলেই রেগে লাল চিন, মহাবিপদে ইউনূস
হিন্দি ধারাবাহিকে পা রাখছেন তৃণা, এখবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। কিন্তু তৃণা তা অস্বীকার করেছিলেন। তবে হঠাৎ তাঁর বদলে শর্মিষ্ঠা কেন নায়িকা হলেন সিরিয়ালে (Serial) তা জানা যায়নি। উল্লেখ্য, সম্প্রতি তৃণা বলেন, সিনেমা, সিরিজের কিছু কাজ এসেছিল বটে তাঁর কাছে, কিন্তু হয় তাঁকে পছন্দ হয়নি নির্মাতাদের, নয়তো তাঁর কিছু জিনিস ভালো লাগেনি। হাতে কাজ না থাকায় সিরিয়ালে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।