‘RRR’ এর পর ফের নতুন ধামাকা রাজামৌলির, মহেশ বাবুর নায়িকা হচ্ছেন এই বলিউড তারকা

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে এস এস রাজামৌলি (SS Rajamouli) এক উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছে। দক্ষিণী ছবির জগতে বহু বছর ধরেই নিজের প্রতিভার প্রমাণ দিয়ে আসছেন তিনি। তবে সমগ্র দেশে তাঁর নাম ছড়িয়ে পড়ে ‘বাহুবলী’ ছবির হাত ধরে। একে একে বাহুবলী সিরিজ, আরআরআর এর মতো ছবি দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চেও অতি পরিচিত এবং সম্মানিত নাম হয়ে উঠেছেন রাজামৌলি (SS Rajamouli)। বলিউড তারকারাও তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন।

রাজামৌলির (SS Rajamouli) ছবিতে কাজ করবেন এই অভিনেত্রী

আগামীতে মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রাজামৌলি। মূলত ‘লার্জার দ্যান লাইফ’ ছবির জন্যই পরিচিত রাজামৌলি (SS Rajamouli)। তাঁর পরবর্তী প্রোজেক্টটাও ব্যতিক্রম হবে না বলেই খবর। জানা যাচ্ছে, আফ্রিকায় তৈরি হতে চলেছে জঙ্গল অ্যাডভেঞ্চার ভিত্তিক ছবির সেট। ছবির নাম আপাতত রাখা হয়েছে এসএসএমবি ২৯। এই ছবির নায়িকা হিসেবেই নাকি দেখা যাবে গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে।

This actress will star in ss rajamouli next film

একাধিক আলোচনা হয়েছে দুজনের: জানা যাচ্ছে, চিত্রনাট্য লেখার অন্তিম পর্যায়ে রয়েছে ছবিটি। আগামী বছর এপ্রিল মাসেই ছবির শুটিং শুরু হতে পারে বলে খবর। নায়িকা হিসেবে নাকি একজন এমন অভিনেত্রীর খোঁজে ছিলেন রাজামৌলি (SS Rajamouli), যাঁর কিনা আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। আর এক্ষেত্রে প্রিয়াঙ্কাই সবথেকে ভালো চয়েস বলে মত সকলেরই। গত ৬ মাসে নাকি এই ছবি নিয়ে একাধিক আলোচনা হয়েছে রাজামৌলি (SS Rajamouli) এবং প্রিয়াঙ্কার। দু পক্ষেরই উৎসাহ নাকি লক্ষ্য করা গিয়েছে ছবিটির বিষয়ে।

আরো পড়ুন : সব্যসাচীর মনে নতুন কেউ, মেনে নিতে পারবেন তো? ঐন্দ্রিলার মা বললেন, ‘ও কিন্তু এখনও…’

কী কী থাকছে ছবিতে: সূত্রের তরফে খবর, প্রিয়াঙ্কাও নাকি এই ছবিটি নিয়ে বেশ আগ্রহী। মহেশ বাবুর সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন তিনি। নায়কের পাশাপাশি নায়িকারও এই ছবিতে অ্যাকশনের যথেষ্ট সুযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। ছবির প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন প্রিয়াঙ্কা।

আরো পড়ুন : হলের মধ্যেই এক মহিলা… এই ছবি দেখে প্রেক্ষাগৃহেই অসুস্থ হচ্ছে দর্শক! ব্যবসায় টেক্কা দিল ‘পুষ্পা’কে

প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে দীর্ঘদিন আগে শেষবার দেখা গিয়েছে বলিউডে। শেষবার ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। যদি রাজামৌলির ছবির সঙ্গে তিনি যুক্ত হন তবে ছয় বছর পর বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর