প্রথম সিরিয়ালেই চেনালেন জাত, জুটিতে সেরার পুরস্কার নিয়ে বিরাট চমক নায়িকার!

বাংলাহান্ট ডেস্ক : টিআরপির প্রতিযোগিতায় মূলত দুই চ্যানেলেরই (Serial) কড়া টক্কর হয়। বিভিন্ন সিরিয়ালের মধ্যে দর্শকদের বিচারে কারা এগিয়ে বা পিছিয়ে গেল তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। এখন অবশ্য চর্চার কেন্দ্রে রয়েছে দুই চ্যানেলের অ্যাওয়ার্ড শো। কিছুদিনের ব্যবধানে অনুষ্ঠিত হয়েছে জি বাংলা এবং স্টার জলসার অ্যাওয়ার্ড শো। কাদের কাদের হাতে পুরস্কার (Serial) উঠল তা নিয়েই আলোচনা অব্যাহত টেলিপাড়ায়।

অনুষ্ঠিত হয়েছে অ্যাওয়ার্ড শো (Serial)

কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। তার কিছুদিন পরেই শুটিং হয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসের। প্রিয় সিরিয়ালের (Serial) অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কারা পেলেন সেরার পুরস্কার, চলছিল দেদার আলোচনা।

This actress won award on first serial

কারা পেলেন পুরস্কার: এবারের অ্যাওয়ার্ড শোতে বিভিন্ন ক্যাটেগরির পুরস্কার দেখা গিয়েছে। আর এবছরই প্রথম বার পুরস্কার জিতলেন সাইনা চট্টোপাধ্যায়। শিশু শিল্পী (Serial) হিসেবে অভিনয়ে ডেবিউ করেছেন তিনি। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে (Serial)bরূপার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। অল্প দিনেই দর্শকদের মন জিতে নিয়েছেন সাইনা। আর এবার স্টার জলসা (Serial) পরিবার অ্যাওয়ার্ডেও পুরস্কার জিতে নিলেন তিনি।

আরো পড়ুন : মায়ের জীবনে “ভিলেন” মেয়ে, ‘মিশকা’ অহনার জন্যই “ঠকে” গিয়েছেন! সোশ্যাল মিডিয়ায় বিষ্ফোরক চাঁদনি

নিজেই জানিয়েছেন সুখবর: যেমনটা জানা যাচ্ছে, সেরা জুটির পুরস্কার জিতে নিয়েছেন সোনা রূপা (Serial) ওরফে দেবপ্রিয়া বসু এবং সাইনা। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। মাত্র ৫ মাস অভিনয় করেই এই পুরস্কার হাতে উঠেছে তাঁর। ধন্যবাদ জানিয়েছেন তিনি চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকদের।

আরো পড়ুন : TRP টানতে আগাগোড়া বদল গল্পে, নায়িকার “ট্র্যাজিক” পরিণতি দিয়েই ফুরোচ্ছে জি এর সিরিয়াল!

প্রসঙ্গত, প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে হলেন সাইনা। অভিনয় যে তাঁর রক্তে সেটা প্রমাণ হয়ে গেল আবারও। প্রথম সিরিয়ালেই এই সাফল্যে উচ্ছ্বসিত সাইনার অনুরাগীরাও।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর