রোহিত শর্মার এই পরামর্শই বদলে দিয়েছে কুলদীপ যাদবের কেরিয়ার! নিজেই জানালেন চায়নাম্যান

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এমতাবস্থায়, এই স্পিনার তাঁর উন্নতি এবং সাফল্যের চিহ্ন তৈরি করার ক্ষেত্রে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) যথেষ্ট কৃতিত্ব দিয়েছেন।

মূলত, কুলদীপ কয়েক বছর আগে NCA-তে তাঁর সময়ের কথা স্মরণ করেছিলেন। যেখানে রোহিত তাঁকে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছিলেন। কুলদীপ আরও জানিয়েছেন যে, রোহিতের খেলোয়াড়দের প্রতি বকার বিষয়টি এটা প্রমাণ করে যে “হিটম্যান” তাঁর দলের সদস্যদের প্রতি যত্নশীল।

This advice of Rohit Sharma changed the career of Kuldeep Yadav

তিনি তাঁকে সমর্থন করার জন্য রোহিতকে ধন্যবাদও জানান। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময়ে কুলদীপ জানান যে, রোহিত তাঁকে তাঁর ব্যাটিং উন্নত করার টিপসও দিয়েছিলেন।

আরও পড়ুন: যেকোনও মূল্যে গম্ভীরকে চাই! গৌতমকে KKR-এ ফেরাতে কত টাকা খরচ করলেন শাহরুখ? প্রকাশ্যে এল রিপোর্ট

বিশেষ পরামর্শ দিয়েছিলেন রোহিত: কুলদীপ জানান, “তিনি NCA-তে রিহ্যাবে ছিলেন। রোহিত বলতেন, যখন তিনি স্লিপে দাঁড়াতেন তখন তাঁর মনে হয় ব্যাটারদের কাছে পিচের বাইরে খেলার যথেষ্ট সময় আছে। রোহিত বলেন অ্যাকশনের মাধ্যমে আমাকে আরও শক্তি পেতে হবে এবং ব্যাটাররা যেন আমাকে খেলার সময় না পায়। ব্যাটার যদি মনে করেন যে তিনি পিচের বাইরে আমার বল খেলতে ব্যাকফুটে যেতে পারবেন তখন বলটি স্টাম্প বা প্যাডে আঘাত করা উচিত।”

আরও পড়ুন: বাবা ট্রেনে, নীচে শিশুকন্যা! দেবদূত হয়ে এগিয়ে এলেন পুলিশ কর্মী! বাঁচালেন ফুটফুটে প্রাণ

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে কুলদীপ শুধুমাত্র ১৯ টি উইকেটই নেননি বরং টেস্ট সিরিজে ব্যাট হাতে কিছু গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছেন। সিরিজে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি ছিল রাঁচিতে। সেখানে তিনি ধ্রুব জুরেলের সাথে গুরুত্বপূর্ণ ৭৬ রানের জুটিতে ২৮ রানের অবদান রেখেছিলেন। এমতাবস্থায়, ওই জুটি ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর