এবার কপাল পুড়বে আম্বানির! ভারতে ঝড় তুলতে প্রস্তুত আফ্রিকার এই কোম্পানি, সামনে এল পরিকল্পনা

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারতের (India) অর্থনীতি রকেটের গতিতে এগিয়ে চলেছে। শুধু তাই নয়, বিশ্বের প্রতিটি বড় কোম্পানি এখন ভারতে বিনিয়োগের দিকে তাকিয়ে আছে। ঠিক এই আবহেই আফ্রিকার সবচেয়ে বড় বিমা কোম্পানি এখন ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) সঙ্গে প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে। মূলত, আফ্রিকার বিমা কোম্পানি সানলাম লিমিটেড ভারতে এবার প্রভাব বিস্তার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ আফ্রিকার এই কোম্পানিটি মার্কেট ক্যাপের দিক থেকে আফ্রিকার সবচেয়ে বড় কোম্পানি হিসেবে বিবেচিত হয়।

ভারতে (India) আম্বানিকে টক্কর দিতে প্রস্তুত আফ্রিকার কোম্পানি:

ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুসারে, এই কোম্পানিটি ভারতের (India) উদীয়মান অ্যাসেট এবং ওয়েল্থ ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশের দৌড়ে যোগ দিচ্ছে। এজন্য কোম্পানিটি শ্রীরাম ক্যাপিটাল গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। উভয় কোম্পানি একটি যৌথ উদ্যোগ গঠন করছে। যা ওয়েল্থ এবং অ্যাডভাইস সার্ভিসেস প্রদান করবে। এই কোম্পানি ২০২৫ সালে তার প্রাথমিক বিনিয়োগ দ্বিগুণ করবে বলেও জানা গিয়েছে। জানিয়ে রাখি যে, এই সংস্থাটি ইতিমধ্যেই ভারতে ক্রেডিট এবং ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছে।

This African company has big plans for business in India.

কেন কোম্পানিটি ভারতে বিনিয়োগ করতে চায়: এই প্রসঙ্গে সানলামের সিইও পল হ্যানরাট্টি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ভারতের (India) বিপুল সংখ্যক মানুষ দারিদ্রের জাল থেকে বেরিয়ে আসছেন এবং তাঁরা তাঁদের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করছেন। ভারত আসলে এমন এক পর্যায়ে রয়েছে যেখানে জনসংখ্যার একটি বড় অংশ এখন ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ করতে সক্ষম। অপরদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF ভারতের অর্থনীতিতে বৃদ্ধির অনুমানও করেছে। IMF অনুসারে, ভারতের অর্থনীতি এই বছর ৬.৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে। যেখানে দক্ষিণ আফ্রিকার বৃদ্ধির হারের অনুমান হল ০.৯ শতাংশ। বোস্টন কনসাল্টিং গ্রুপের মতে, ভারত ২০২৮ সালের মধ্যে ৭৩০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ অর্জন করবে বলে অনুমান করা হচ্ছে। এই কারণেই HSBC হোল্ডিংস এবং বার্কলেসের মতো সংস্থাগুলি ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে।

আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! দুর্গাপুরে ব্যবসায়ীর কাছ থেকে ১.১ কোটি টাকা লুঠের ঘটনায় ২ পুলিশকর্মী সহ গ্রেপ্তার ৬ জন

মুকেশ আম্বানির পরিকল্পনা: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ধনকুবেরদের আকৃষ্ট করার জন্য SBI ২,০০০ ব্যাঙ্কার মোতায়েন করছে। SBI ২২,৫০০ টিরও বেশি শাখা সহ দেশের (India) বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়। এপ্রিল মাসে, বিশ্বের বৃহত্তম ফান্ড ম্যানেজার BlackRock Inc. বিলিয়নেয়ার মুকেশ আম্বানির কোম্পানি Jio Financial Services Limited-এর সাথে একটি জয়েন্ট ভেঞ্চার গঠনের জন্য চুক্তি স্বাক্ষর করেছিল। উভয় কোম্পানিই দেশে ওয়েল্থ ম্যানেজমেন্ট বিজনেস তৈরি করবে। এছাড়া একটি ব্রোকারেজ কোম্পানিও গঠন করা হবে। এমতাবস্থায়, হ্যানরাট্টি জানিয়েছেন যে, ভারতের অর্থনীতি দ্রুত বাড়ছে এবং বিশ্বের প্রতিটি কোম্পানি এখানে ব্যবসা করতে চায়।

আরও পড়ুন: রক্তাক্ত শেয়ার মার্কেট! হল বিরাট পতন, বিনিয়োগকারীরা হারালেন ৪ লক্ষ কোটি টাকা

সানলাম এভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে: এখন আমরা যদি এই আফ্রিকান সংস্থাটি আম্বানির সাথে কীভাবে প্রতিযোগিতা করবে তা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে জানাতে হয় মুকেশ আম্বানি এখন BlackRock Inc.-এর সাথে ব্যবসা করার পরিকল্পনা করছেন। এদিকে, সানলাম ভারতে (India) তার ব্যবসা সম্প্রসারণের জন্য খুব ভালো পরিকল্পনা গ্রহণ করেছে। কোম্পানির সিইওর মতে, তাঁদের ডিস্ট্রিবিউশনের জন্য এটি বড় এলাকা রয়েছে। এমতাবস্থায়, তাঁদের শুধু এই ব্যবসাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর ধীরে ধীরে ব্রাঞ্চ এবং গ্রাহকদের মধ্যে এটি প্রসারিত করতে হবে। জানিয়ে রাখি যে, সানলামের ভারতীয় ব্যবসা চলতি বছরের গত ৩০ জুন পর্যন্ত প্রায় ১৬ শতাংশ লাভ করেছে। যা ২০২১ সালে ১০ শতাংশের থেকে বেশি। মূলত, জীবন ও স্বাস্থ্য বিমায় লাভ, সাধারণ বিমায় বৃদ্ধি এবং বিনিয়োগ ব্যবস্থায় উন্নতির কারণে কোম্পানির আয় ১ বছর আগের সময়ের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেড়েছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর