১,২ নয়; ৫ বছর না খেয়েই দিব্যি বেঁচে থাকে প্রাণীটি! অবাক লাগছে?বিশ্বের একমাত্র এই জীবটিকে চেনেন?

বাংলাহান্ট ডেস্ক : মহাবিশ্বের মতো গভীর সমুদ্রও রহস্যের খনি। নাম না জানা কত প্রাণীর (Animal) বাস গভীর সমুদ্রে তার সঠিক কিনারা এখনো বৈজ্ঞানিকরা করে উঠতে পারেননি। এই সমুদ্রের গভীরে কত জানা-অজানা প্রাণী রয়েছে তার হিসাব কষতে বসলে রাত কাবার হয়ে যাবে। এই প্রাণীগুলির (Animal) মধ্যে অনেক প্রাণীর আবার আছে যাদের বৈশিষ্ট্য শুনলে অবাক হয়ে যেতে হয়।

বিচিত্র এক জীবের (Animal) কথা

সমুদ্রের (Sea) গভীরে এমন অনেক প্রাণী আছে যারা আবার অত্যন্ত কম তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে। একদল প্রাণী বিশেষজ্ঞ সমুদ্রের গভীরে সন্ধান পেয়েছেন আশ্চর্য এক প্রাণীর। এতদিন এই প্রাণী অজানা ছিল বিজ্ঞানীদের কাছে। এই প্রাণীটি হল হার্প স্পঞ্জ। দেখে মনে হতে পারে হার্প স্পঞ্জ কোনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রবাল। তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এটি আদতে একটি সামুদ্রিক প্রাণী।

আরোও পড়ুন : হায় হায়!এই ‘মহান’ ব্যক্তির জন্যেই দু’দশক পিছিয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা! আদালতে কড়া মন্তব্য ED’র

সমুদ্রের সাড়ে ১০ হাজার ফুট থেকে সাড়ে ১১ হাজার ফুট গভীরে বসবাস করে হার্প স্পঞ্জ। এই হার্প স্পঞ্জ নিজেদের থেকে  অনেক বড় ও শক্তিশালী প্রাণীকে (Animal) শিকার করতে পারে। বিজ্ঞানীরা বলছেন এই প্রাণী ৫ বছর না খেয়েও বেঁচে থাকতে পারে। এই প্রাণী গাছের ডালের মতো করে শিকারকে জড়িয়ে ধরে তার শরীর থেকে সুষে নিতে পারে আমিষ।

IMG 20240813 202304

সুঁইয়ের মতো বড় বড় ধারালো দাঁতের অধিকারী হয় প্যাসিফিক ভাইপার ফিশ। এই প্রাণী (Animal) বসবাস করে সমুদ্রের পাঁচ হাজার ফুট গভীরে। শিকারের সময় এই প্রাণী বিশাল হা করে ফাঁদ পাতে। সেই সময় অনেক ছোট ছোট মাছ ঢুকে যায় এদের মুখে। এভাবেই শিকার করে থাকে প্যাসিফিক ভাইপার ফিশ। এই প্রাণী খাঁচার মতো ব্যবহার করে এদের দাঁতগুলিকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর