বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার, ২৮ শে মার্চ ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার এবং থাইল্যান্ড। তীব্র মাত্রার কম্পনে নিমেষে ধূলিসাৎ হয়ে যায় একের পর এক বহুতল। এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ১০০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অথচ ২৭ দিন আগেই এই ভূমিকম্পের (India) আভাস দিয়ে দিয়েছিলেন একজন। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হবে মায়ানমার, আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। আর হাতেনাতে ফলেও গেল সেটা!
ভূমিকম্পের পূর্বাভাস আগেই দিয়েছিলেন এই জ্যোতিষী (India)
কেউ বলেন তিনি জ্যোতিষী, কেউ আবার বলেন দিব্যদৃষ্টি রয়েছে তাঁর। মাইসোরের (India) বাসিন্দা অভিজ্ঞ আনন্দকে ভারতের সর্বকনিষ্ঠ জ্যোতিষী বলা হয়। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিয়েছিলেন তিনি। গত ১ লা মার্চ অভিজ্ঞ আনন্দের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সেই ভিডিও।
কী বলেছিলেন ভিডিওতে: ওই ভিডিওতে তরুণ জ্যোতিষী দাবি করেছিলেন, কয়েক সপ্তাহের মধ্যেই ভয়াবহ ভূমিকম্প হবে। ওই ভিডিও আপলোড হওয়ার ২৭ দিন পরেই কেঁপে ওঠে মায়ানমার, থাইল্যান্ড। তারপর থেকেই লাফিয়ে লাফিয়ে ভিউ বাড়ছে অভিজ্ঞ আনন্দের ভিডিওতে। কিন্তু কে এই তরুণ (India) জ্যোতিষী?
আরো পড়ুন : মুহূর্তের মধ্যেই উড়ে যাবে শত্রুপক্ষের ট্যাঙ্ক! পরীক্ষায় পাশ ভারতীয় সেনার “আত্মনির্ভর” ড্রোন
কে এই জ্যোতিষী: মাত্র সাত বছর বয়সেই ভগবদ্গীতা সম্পূর্ণ কণ্ঠস্থ করে ফেলেছিলেন অভিজ্ঞ আনন্দ। মায়ের কাছে প্রথম সংষ্কৃতে (India) শিক্ষা শুরু হয় তাঁর। জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন তিনি। বাস্তুশাস্ত্র নিয়েও পড়াশোনা রয়েছে তাঁর। নিজের জ্ঞান বিতরণও করে থাকেন তিনি। ২০১৮ সালে ‘প্রজ্ঞা জ্যোতিষ’ প্রতিষ্ঠান খোলেন তিনি। সেখানে প্রায় ১২০০ কিশোরকে জ্যোতিষের পাঠ দেন অভিজ্ঞ আনন্দ।
আরো পড়ুন : ছিঃ! জঙ্গি নিধন করতে গিয়ে নির্বিচারে হত্যা নিরীহদের, পাকিস্তান যা করল….
ওই তরুণ জ্যোতিষী দাবি করেছেন, এর আগে করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে বাংলাদেশের পালাবদলের ভবিষ্যদ্বাণীও নাকি করেছিলেন তিনি। কিন্তু ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সতর্কবার্তা কি আগে থেকে দেওয়া সম্ভব? বিজ্ঞানীরা ‘না’ বললেও এই তরুণের ভবিষ্যদ্বাণী নতুন করে ভাবাচ্ছে অনেককে।