এবার এই ব্যাঙ্ক দিল বড়সড় ঝটকা! লক্ষ লক্ষ গ্রাহকদের কপালে পড়ল চিন্তার ভাঁজ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার HDFC ব্যাঙ্ক (HDFC Bank) লোনের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে। যার ফলে ওই ব্যাঙ্কের হোম লোন এবং কার লোন নেওয়া গ্রাহকেরা বড়সড় ঝটকা পেয়েছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, HDFC ব্যাঙ্ক তার বিভিন্ন সময়সীমার লোনের ক্ষেত্রে Marginal Cost of Funds based Lending Rate অর্থাৎ MCLR-এর বেঞ্চমার্ক ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করেছে।

এমন পরিস্থিতিতে হোম লোন থেকে শুরু করে পার্সোনাল লোন এবং অটো লোন সহ সব ধরণের লোনের ক্ষেত্রেই EMI-এর পরিমাণ বৃদ্ধি হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, MCLR নির্ধারণ করার সময় বেশ কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হয়। যার মধ্যে রয়েছে ডিপোজিটের হার, রেপো রেট, অপারেটিং কস্ট এবং ক্যাশ রিজার্ভ রেসিও।

এদিকে, রেপো রেটে পরিবর্তনের প্রভাব MCLR-এও প্রতিফলিত হয়। শুধু তাই নয়, MCLR-এর পরিবর্তন আবার লোনের সুদের হারকে প্রভাবিত করে। আর এইভাবেই ঋণগ্রহণকারীদের EMI-এর পরিমাণ বৃদ্ধি পায়। উল্লেখ্য যে, ইতিমধ্যেই HDFC ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে যে, এই নতুন MCLR রেট গত ৭ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হয়েছে।

HDFC ব্যাঙ্কের MCLR রেট: মূলত, HDFC ব্যাঙ্কের ওভারনাইট MCLR ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.১০ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, এক মাসের MCLR ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৮.২০ শতাংশ থেকে ৮.৩০ শতাংশ করা হয়েছে।

এদিকে, তিন মাসের MCLR-ও পূর্বের ৮.৫০ শতাংশ থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.৬০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, ছ’মাসের MCLR ৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৮.৮৫ শতাংশ থেকে ৮.৯০ শতাংশ করা হয়েছে। এছাড়াও, এক বছরের বেশি সময়ের ক্ষেত্রে MCLR নির্ধারিত রয়েছে ৯.০৫ শতাংশে। এতে কোনো পরিবর্তন করা হয়নি।

this bank gave a big shock to the customers

অটো লোন, হোম লোন এবং পার্সোনাল লোনের EMI বৃদ্ধি পাবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, MCLR-এর বৃদ্ধির কারণে, হোম লোন, অটো লোন এবং পার্সোনাল ঋণ সহ সমস্ত ধরণের লোনের ক্ষেত্রে সুদের হার প্রভাবিত হয়। অর্থাৎ এখন হোম লোন, কার লোন এবং পার্সোনাল লোন নিয়েছেন এমন গ্রাহকদের আগের থেকে বেশি পরিমাণে EMI দিতে হবে। পাশাপাশি, নতুন গ্রাহকরাও বেশি সুদে ঋণ পাবেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X