বাংলা হান্ট ডেস্ক: বেসরকারি খাতের বৃহত্তম ব্যাঙ্ক হল HDFC ব্যাঙ্ক। এবার এই ব্যাঙ্ক তার গ্রাহকদের বড়সড় ধাক্কা দিয়েছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যাঙ্ক বিভিন্ন সময়সীমার ক্ষেত্রে Marginal Cost of Funds Based Lending Rate (MCLR) ১৫ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.১৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যার ফলে এখন এই ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া ব্যয়বহুল হয়ে উঠবে।
শুধু তাই নয়, এই সিদ্ধান্তের ফলে ওই ব্যাঙ্কের গ্রাহকদের হোম লোন, পার্সোনাল লোন এবং অটো লোন আরও দামি হয়ে যাবে। বিভিন্ন মেয়াদে ঋণের হার ৫ থেকে ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ব্যাঙ্কটি। এদিকে, এই নতুন দর গত ৮ মে থেকে কার্যকর হয়েছে বলেও জানা গিয়েছে।
বৃদ্ধি পাবে EMI: এদিকে, MCLR বৃদ্ধির কারণে টার্ম লোনের ক্ষেত্রে EMI বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য যে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গ্রাহকদের ঋণ এক বছরের MCLR-এর উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এমতাবস্থায়, এই MCLR বৃদ্ধির কারণে পার্সোনাল লোন, অটো এবং হোম লোন ব্যয়বহুল হতে পারে।
HDFC ব্যাঙ্কের MCLR রেট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, HDFC ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক বছরের MCLR বাড়িয়ে ৯.০৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, ওভারনাইট MCLR এখন হল ৭.৯৫ শতাংশ। পাশাপাশি এক মাসের MCLR বাড়িয়ে ৮.১০ শতাংশ করা হয়েছে। যেখানে তিন মাসের MCLR এখন ৮.৪০ শতাংশে দাঁড়িয়েছে। এদিকে, সংশ্লিষ্ট ব্যাঙ্কের ৬ মাসের MCLR হল ৮.৮০ শতাংশ। এছাড়াও, ২ বছরের MCLR ৯.১০ শতাংশ এবং ৩ বছরের MCLR হল ৯.২০ শতাংশ।
SBI-ICICI ব্যাঙ্কে সুদের হার: উল্লেখ্য যে, SBI-তে ওভারনাইট MCLR রেট হল ৭.৯০ শতাংশ। পাশাপাশি, এক মাস এবং ৩ মাসের জন্য ৮.১০ শতাংশ, ৬ মাসের ঋণের জন্য ৮.৪০ শতাংশ এবং এক বছরের ঋণের জন্য এই রেট হল ৮.৫০ শতাংশ। এদিকে, ICICI ব্যাঙ্কে ওভারনাইট এবং এক মাসের ঋণের জন্য MCLR হার হল ৮.৫০ শতাংশ। ৩ মাসের জন্য ৮.৫৫ শতাংশ, ৬ মাসের ক্ষেত্রে ৮.৭০ শতাংশ এবং এক বছরের জন্য এই রেট হল ৮.৭৫ শতাংশ।
MCLR কি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, MCLR হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা তৈরি একটি পদ্ধতি, যার ভিত্তিতে ব্যাঙ্কগুলি ঋণের জন্য সুদের হার নির্ধারণ করে। এর আগে, সমস্ত ব্যাঙ্ক শুধুমাত্র বেস রেটের ভিত্তিতে গ্রাহকদের জন্য সুদের হার নির্ধারণ করত।