ফিক্সড ডিপোজিটে ৯.৫% সুদ দিচ্ছে এই ব্যাংক! বিনিয়োগ করলেই মিলবে অফুরন্ত লাভ

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে দেশের প্রায় প্রত্যেকটি ব্যাংক ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সুদের হার বৃদ্ধি করেছে। তবে দেশের প্রথম সারির ব্যাংকগুলির তুলনায় ছোট ফিন্যান্স ব্যাংকগুলি বেশি সুদ প্রদান করছে গ্রাহকদের। এই ফিন্যান্স ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই ফিন্যান্স ব্যাংকটি এক হাজার একদিনের স্থায়ী আমানতের উপর প্রদান করছে ৯.৫% সুদ।

সাধারণ গ্রাহকদের এই ব্যাংক বার্ষিক ৯ শতাংশ হারে সুদ প্রদান করছে এই মেয়াদে। প্রবীণ নাগরিকরা ১০০১ দিনের জন্য এই ব্যাংকে স্থায়ী আমানত করলে পাবেন ৯.৫% সুদ। গত এক বছরে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি স্থায়ী আমানতের উপর সুদের হার বৃদ্ধি করেছে। প্রবীর নাগরিকরা সাধারণ নাগরিকদের থেকে .৫ শতাংশ পর্যন্ত বেশি সুদ পেয়ে থাকেন।

ছোট ফিন্যান্স ব্যাংকগুলিও তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে দুরন্ত অফার প্রদান করছে। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ১০০১ দিনের এই ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদ প্রদান করছে।
এক কোটি টাকার কম পর্যন্ত স্থায়ী আমানতে এই ব্যাংক সুদের হার পরিবর্তিত করেছে। অন্যান্য ব্যাংকগুলির সাথে তাল মিলিয়ে এই ব্যাংক সুদের হার বৃদ্ধি করেছে।

চলতি বছরের ১৪ই জুন থেকে নতুন সুদের হার কার্যকর করা হবে বলে জানা গেছে। নতুন তালিকা অনুযায়ী, ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ১০০১ দিনের স্থায়ী আমানতের সাধারণ নাগরিকদের নয় শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রবীর নাগরিকরা বাড়তি .৫% সুদ পাবেন। ৪ দিন থেকে ১৪ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক ৪.৫০% সুদ প্রদান করছে।

৪.৭৫% সুদ পাওয়া যাচ্ছে ১৫ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে। ৪৬ দিন থেকে ৬০ দিন পর্যন্ত স্থায়ী আমানতের উপর এই ব্যাংক ৫.২৫% সুদ
দিচ্ছে গ্রাহকদের। ৬১ দিন থেকে ৯০ দিন পর্যন্ত এফডিতে ৫ দশমিক ৫০ শতাংশ, ৯১ দিন থেকে ৬ মাসের এফডিতে ৫.৭৫%, ৬ মাস থেকে ২০১ দিন পর্যন্ত এফডিতে ৮.৭৫% সুদ প্রদান করছে এই ব্যাংক।

money fd bank

এছাড়াও, ২০২ দিন থেকে ৩৬৪ দিনের এফডিতে ৬ দশমিক ৭৫ শতাংশ, ১ বছর থেকে ৫০০ দিন পর্যন্ত এফডিতে ৭ দশমিক ৩৫ শতাংশ, ৫০১ দিনের ফিক্সড ডিপোজিটে ৮ দশমিক ৭৫ শতাংশ সুদ প্রদান করা হচ্ছে ব্যাংকের তরফ থেকে। ৫০২ দিন থেকে ১৮ মাস পর্যন্ত এফডিতে ৭.৩৫ শতাংশ সুদ পাবেন গ্রাহকরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর