বাংলা হান্ট ডেস্ক: প্রয়োজনের সময়ে ব্যাঙ্ক (Bank) থেকে লোন (Loan) নিয়ে সেই অর্থ কাজে লাগাতে দেখা যায় গ্রাহকদের। এমতাবস্থায়, গ্রাহকদের কথা মাথায় রেখে লোনের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় ব্যাঙ্কগুলির তরফে। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাবলিক সেক্টরের ঋণদাতা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank Of India) আজ অর্থাৎ মঙ্গলবারে একটি বড় ঘোষণা করেছে।
মূলত, ওই ব্যাঙ্কের তরফে হোম লোনে সুদ কমানোর বিষয়টি সামনে আনা হয়েছে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যাঙ্কটি হোম লোনে সুদের হার ৮.৪৫ শতাংশ থেকে কমিয়ে ৮.৩ শতাংশ করেছে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, প্রসেসিং ফিসও সম্পূর্ণভাবে মুকুব করা হয়েছে। যার ফলে, প্রত্যক্ষভাবে লাভবান হবেন গ্রাহকেরা।
BOI দেবে সবচেয়ে সস্তায় হোম লোন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যেই ব্যাঙ্কটি দাবি করেছে যে, ৮.৩ শতাংশ সুদে লোন প্রদান করবে। যেটি অন্যান্য ব্যাঙ্কের তুলনায় অনেকটাই কম। আমরা যদি এই বিষয়ে SBI কিংবা HDFC ব্যাঙ্কের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, এক্ষেত্রে ওই ব্যাঙ্কগুলিতে সুদের হার ৮.৪ শতাংশ থেকে শুরু হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এটাও জানানো হয়েছে যে, এই বিশেষ অফার ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত উপলব্ধ রয়েছে।
আরও পড়ুন: এবার Unilever-এ হবে ছাঁটাই! ৭,৫০০ কর্মচারীর চাকরি বিপদে, ডিমার্জারের পথে আইসক্রিম ব্যবসা
সোলার প্যানেলের জন্য রয়েছে বিশেষ অফার: ব্যাঙ্কটি আরও জানিয়েছে, তারা ছাদে সোলার প্যানেল বসানোর জন্য ৭ শতাংশ সুদে এবং কোনো প্রসেসিং ফি ছাড়াই অর্থ প্রদান করবে। এদিকে, ৮.৩ শতাংশ সুদে, ৩০ বছরের মেয়াদ সহ একটি হোম লোনের জন্য শুরুর EMI প্রতি মাসে প্রতি লক্ষ টাকায় ৭৫৫ টাকা হবে।
আরও পড়ুন: শুরু হলনা IPL, তার আগেই KKR থেকে বিদায়ের কথা! বড় প্রতিক্রিয়া গৌতম গম্ভীরের
এর পাশাপাশি, ওই ব্যাঙ্ক থেকে ঋণ প্যাকেজ ওভারড্রাফ্ট সুবিধার প্যাকেজ আরও উন্নত করা হয়েছে। যার ফলে বাড়ি ক্রেতাদের একটি নমনীয় এবং ভালো আর্থিক সহায়তার ব্যবস্থা প্রদান করা যাবে।