কোটি কোটি গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ সরকারের! বিনামূল্যে রেশনের পাশাপাশি মিলবে এই সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। মূলত, যাঁদের রেশন কার্ড (Ration Card) আছে এবং সরকারের বিনামূল্যের রেশন প্রকল্পের সুবিধা পাচ্ছেন এই খবরটি তাঁদের অত্যন্ত খুশি করে তুলবে। উল্লেখ্য যে, প্রতিবারের মতো এবারও বিনামূল্যে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গম ও চাল বিতরণ করা হবে ১২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।

তবে, এবার বিনামূল্যের রেশনের পাশাপাশি রেশন কার্ডধারীরা আরও একটি উপহার পাবেন কেন্দ্রের মোদী সরকার এবং উত্তরপ্রদেশের যোগী সরকারের কাছ থেকে। হ্যাঁ, এবার বিনামূল্যে গম ও চালের পাশাপাশি রেশন কার্ডধারীরা রেশনের দোকান থেকে আয়ুষ্মান কার্ড পাবেন বলেও জানা গিয়েছে। এর জন্য সরকার সমস্ত রেশন দোকানে ক্যাম্পের আয়োজন করবে।

This benefit will be available along with free ration

৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনি বেসরকারি হাসপাতালেও ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। এটি কেন্দ্রীয় সরকার প্রদত্ত একটি সুবিধা। সরকারের গাইডলাইন অনুযায়ী, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে, রেশন কার্ডধারী সহ অন্ত্যোদয় কার্ডধারী এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন প্রকল্পের অধীনে রেশন কার্ডে অন্তর্ভুক্ত সমস্ত প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান কার্ড তৈরি করার জন্য একটি প্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন: সাবধান! ভয়ঙ্কর গরম ছাড়িয়ে যাবে সহ্যের সীমা, কলকাতা শহ এই শহরগুলির জন্য সতর্কতা গবেষকদের

সাহায্য করবেন অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীরা: এদিকে, এই বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে তথ্য দিয়ে একজন আধিকারিক জানিয়েছেন যে, এই কাজটি গ্রাম পঞ্চায়েত এবং শহরাঞ্চলে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আশা কর্মী ও পঞ্চায়েত সহকারীর সহায়তায় এলাকায় স্থিত রেশন বিক্রেতাদের মাধ্যমে করা হবে। যখনই রেশনের দোকানে রেশন বিতরণ করা হবে, সেই একই দিনে সেখানে একটি শিবিরেরও আয়োজন করা হবে।

আরও পড়ুন: প্লেনকেও টেক্কা দেবে বন্দে ভারত স্লিপার? সামনে এল ফার্স্ট লুক! রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স, কবে শুরু চলাচল?

অযথা ভিড় করবেন না: এমতাবস্থায়, কোনো রেশন কার্ডধারীর যদি তাঁর আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত না থাকে, সেক্ষেত্রে এই কার্ডধারীদের যেখানে মন্ত্র ডিভাইস উপলব্ধ রয়েছে এমন কর্মচারী বা সিএসসি অপারেটরদের সাথে যোগাযোগ করে আয়ুষ্মান কার্ড তৈরি করতে হবে। রেশন বিতরণের সময় বেশ কিছু দিন ধরে আয়ুষ্মান কার্ড তৈরি করা হবে। এমন পরিস্থিতিতে, একটি অ্যাডভাইজারিও জারি করা হয়েছে যে, কোনো কারণ ছাড়াই রেশন দোকানগুলিতে ভিড় করবেন না এবং আপনার নম্বর এলেই সুবিধামতো আয়ুষ্মান কার্ড তৈরি করুন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর