বেঙ্গল টপার সিরিয়ালে অভিনয়, রাতারাতি খ্যাতির শীর্ষে, ফের নতুন প্রোজেক্ট নিয়ে ফিরছে এই খুদে শিল্পী

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনে শিশুশিল্পীদের আলাদাই জনপ্রিয়তা রয়েছে। শিশুকেন্দ্রিক ধারাবাহিক (Serial) হোক বা অন্য যেকোনো সিরিয়াল, প্রায় সমস্ত খুদে শিল্পীই দুর্দান্ত অভিনয় করে জিতে নেয় দর্শকদের মন। একাধিক চ্যানেলে বিভিন্ন সময়ে এসেছে শিশুকেন্দ্রিক সিরিয়াল (Serial)। তার মধ্যে কিছু কিছু ধারাবাহিক গল্প আর অভিনয় দক্ষতার জেরে হয়ে উঠেছে ‘আইকনিক’।

নতুন প্রোজেক্টে ফিরছে জনপ্রিয় সিরিয়ালের (Serial) শিশুশিল্পী

তবে শুধু শিশুকেন্দ্রিক ধারাবাহিক (Serial) নয়। আর পাঁচটা সাধারণ সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায় খুলে শিল্পীদের। নিজ নিজ চরিত্রে নিখুঁত অভিনয় করে অচিরেই ভালোবাসা কেড়ে নেয় তারা। এমনি এক জনপ্রিয় সিরিয়ালে (Serial) অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এক মিষ্টি খুদে। এমনকি দীর্ঘদিন বেঙ্গল টপারও ছিল সেই সিরিয়াল।

This bengal topper serial child artist is returning with new project

দর্শকদের মন জয় করেছিলেন: ‘মিঠাই’ ধারাবাহিককে (Serial) এখনো কেউ ভুলতে পারেননি নিশ্চয়ই। সবথেকে বেশি সময় ধরে বাংলা সেরা হয়ে রেকর্ড গড়েছিল এই ধারাবাহিক। এই সিরিয়ালেই (Serial) দেখা মিলেছিল খুদে ধৃতিষ্মান চক্রবর্তীর। মিঠাই আর সিদ্ধার্থর ছেলে শাক্যর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের।

আরো পড়ুন : পার্শ্বচরিত্রে অনবদ্য অভিনয়, বলিউডে উড়ান শুরু জনপ্রিয় বাংলা মেগার নায়িকার

নতুন প্রোজেক্টে ফিরছেন শিশুশিল্পী: ওই সিরিয়াল (Serial) শেষ হওয়ার পরেই বড়পর্দায় সুযোগ পেয়ে গিয়েছিলেন ধৃতিষ্মান। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অসুখ বিসুখ’ ছবিতে এর আগেই দেখা গিয়েছিল তাঁকে। এবার আরো একবার সুখবর দিলেন খুদে শিল্পী। লম্বা বিরতি শেষে আবার পর্দায় ফিরছেন তিনি। নতুন প্রোজেক্ট আসতে চলেছে ধৃতিষ্মানের।

আরো পড়ুন : অভিনয়ে শূন্য, দেবের জন্যই “দবদবা”! রুক্মিণী বললেন, “ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী…”

তবে এবারে আর ছোটপর্দা (Serial) নয়, আবারো একটি ছবিতে দেখা যাবে পর্দার ‘শাক্য’কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন ধৃতিষ্মান। সেখানে তাঁকে সৃজিত মুখার্জী, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে দেখা গিয়েছে। জানা গিয়েছে, সৃজিত পরিচালিত আসন্ন ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’এ দেখা যাবে ধৃতিষ্মানকে। সকলের থেকে শুভেচ্ছা এবং আশীর্বাদ চেয়ে নিয়েছেন খুদে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর