প্রাক্তনের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, বিয়ের আগেই মা হওয়ার সিদ্ধান্ত নেন এই বাঙালি টেলি নায়িকা!

বাংলাহান্ট ডেস্ক : চাইনিজ হেয়ারকাটে কপালের উপরে এসে পড়েছে চুল। মাথায় হেয়ার ব্যান্ড, চোখে কাজল, পরনে ফ্রক। ছবির মিষ্টি বাচ্চাটি বর্তমানে একজন জনপ্রিয় সিরিয়াল (Serial) অভিনেত্রী। কাজ করে ফেলেছেন বড়পর্দাতেও। তবে তাঁর জীবনে বিতর্কও রয়েছে ভূরি ভূরি।

বিতর্কে ভরা জীবন সিরিয়াল (Serial) নায়িকার

ছোট থেকেই সাজগোজের শখ। বড় হয়ে বাস্তবিকই গ্ল্যামার জগতে পা রাখেন এই কন্যে। বাংলায় বেশ কিছু কাজ করেছেন তিনি। ‘চোখের বালি’, ‘চিরদিনই তুমি যে আমার’ এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপরই পাড়ি দেন মুম্বইতে। সেখানে তাঁর অভিনয় কেরিয়ার ফুলেফেঁপে ওঠে। ছোটপর্দার (Serial) অতি জনপ্রিয় মুখ হয়ে ওঠেন অভিনেত্রী।

This bengali serial actress has many controversy

দীর্ঘদিন কাজ করেছেন ছোটপর্দায়: কথা হচ্ছে টিনা দত্তের ব্যাপারে। জন্মসূত্রে বাঙালি হলেও হিন্দি বিনোদন জগতে বেশি নাম করেছেন তিনি। হিন্দি সিরিয়ালের (Serial) খুবই জনপ্রিয় মুখ তিনি। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ‘উত্তরণ’ সিরিয়ালে (Serial) কাজ করেছেন টিনা। পাশাপাশি বিগ বস, ফিয়ার ফ্যাক্টর এর মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন তিনি।

আরো পড়ুন : নতুন পথচলা শুরু, সিরিয়াল শুরুর আগেই “নজির” গড়ল বেঙ্গল টপার মেগার প্রোডাকশন হাউজ!

বিতর্কে জড়িয়েছেন বারবার: তবে কেরিয়ারের থেকেও টিনা বেশি চর্চায় থেকেছেন ব্যক্তিগত জীবনে তাঁর বিতর্কের জন্য। তিনি নিজেই স্বীকার করেছিলেন, দীর্ঘ ৫ বছরের সম্পর্কে তাঁর প্রাক্তন তাঁর উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতেন। এরপর ২০১৯ সালে ‘ডায়েন’ সিরিয়ালের (Serial) সহ অভিনেতা মোহিত মালহোত্রার বিরুদ্ধে তাঁকে আপত্তিকর ভাবে স্পর্শ করার অভিযোগও এনেছিলেন টিনা। তা নিয়ে কম জলঘোলা হয়নি।

আরো পড়ুন : দর্শক ফেরাতে চ্যানেলের “ট্রাম্প কার্ড”, জলসার সিরিয়ালে এন্ট্রি নিলেন নতুন নায়িকা!

বিয়ে ছাড়াই মা হওয়ার কথা বলেও চর্চায় এসেছিলেন টিনা। সারোগেসির মাধ্যমে মা হওয়ার কথা বলেছিলেন তিনি। পাশাপাশি বিগ বসেও তাঁর কাণ্ডকারখানা লাইমলাইট কেড়ে নিয়েছিল। তবে বেশ কিছু সময় ধরে কাজ থেকে একটু দূরেই রয়েছেন টিনা। এই মুহূর্তে কোনো প্রোজেক্টে দেখাও যাচ্ছে না তাঁকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর