বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে মানুষ কার্যত সোশ্যাল মিডিয়ার দাস। রাতারাতি খ্যাতি পাওয়ার জন্য নেট মাধ্যমের বিকল্প নেই। আর সেই খ্যাতি, ফলোয়ারের আকর্ষণে চরম রাস্তা বেছে নিতেও অনেকে দুবার ভাবে না। এবার এমনই কাণ্ড করে বসলেন বাংলা সিরিয়ালের (Serial) জনপ্রিয় অভিনেত্রী। নিজের মৃত্যুর ভুয়ো খবর রটিয়ে দিলেন নায়িকা!
নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ালেন সিরিয়াল (Serial) অভিনেত্রী
চমকে গেলেন তো? এমনই গল্প নিয়ে আসতে চলেছে এক ওয়েব সিরিজ। নাম ‘@ ফলোয়ার্স’। আর এই সিরিজেই এমন কাণ্ড ঘটিয়ে বসবেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। সিরিজে তাঁর চরিত্রটিও একজন অভিনেত্রীর।লক্ষ্মী নামে একটি সিরিয়ালের (Serial) নায়িকা হলেন হিয়া। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়ানোর আশায় নিজের মৃত্যুর ভুয়ো খবর রটিয়ে দেন তিনি।
বাস্তব ঘটনার অনুকরণে সিরিজ: কী গল্পটা চেনা চেনা লাগছে? গত বছর এমনি কাণ্ড ঘটিয়ে রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বিতর্কিত মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে। জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে নিজের মৃত্যুর ভুয়ো খবর রটিয়েছিলেন তিনি। বাস্তব কাণ্ডের ছায়াতেই তৈরি হচ্ছে এই সিরিজ। নিজের মৃত্যুর ভুয়ো খবর রটানোর পর কী হয় সিরিয়াল (Serial) অভিনেত্রীর সঙ্গে, সেটাই উঠে আসবে এই ওয়েব সিরিজে।
আরো পড়ুন : শরীরে নেই সুতোটুকুও! ঘন্টার পর ঘন্টা নামজপ, ঠাণ্ডায় কীভাবে নিজেদের শরীরকে গরম রাখেন নাগা সাধুরা?
কী বললেন অভিনেত্রী: সিরিজের কাহিনির বিষয়ে পরিচাল রাজদীপ ঘোষ বলেন, বাবা মায়ের মৃতদেহের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষ। কতজন ফলো করছে সেটা উপভোগ করে। যেভাবেই হোক ফলোয়ার্স চাই। এই অদ্ভূত মারণ খেলার প্রতিবাদ হওয়া দরকার। এই সিরিজেই প্রথম বার জুটি বাঁধবেন সোহিনী গুহ রায় এবং ইন্দ্রাশিস রায়। এছাড়াও দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, অম্লান মজুমদারদের মতো অভিনেতাদের।
আরো পড়ুন : বিয়েকেও টেক্কা দেবে রিসেপশন, প্রকাশ্যে শ্বেতা-রুবেলের নজরকাড়া বৌভাতের কার্ড, কোথায় হচ্ছে অনুষ্ঠান?
প্রথম ওয়েব সিরিজের বিষয়ে সোহিনী বলেন, এর বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়া সবার জীবনেরই একটা বড় অংশ হয়ে উঠেছে। তবে এটি আশীর্বাদ নাকি অভিশাপ তা মানুষের উপরেই নির্ভর করে। অন্যদিকে ইন্দ্রাশিস বলেন, এই কাজটা করতে গিয়ে তিনি সবসময় সিরিয়াস হয়ে থাকতেন। এই সাবজেক্টটা খুব ভাবিয়েছে তাঁকে। উল্লেখ্য, ক্লিক প্ল্যাটফর্মে দেখা যাবে এই ওয়েব সিরিজটি।