TRP কমতেই লালবাতি! শেষ হয়ে যাচ্ছে জলসার এই ধারাবাহিক, মাথায় হাত দর্শকদের!

বাংলা হান্ট ডেস্ক: স্টার জলসার (Star Jalsha) পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘তেঁতুলপাতা’। প্রথম প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই কোন সিরিয়ালের ওপর কোপ পড়বে তা নিয়ে দর্শকমহলে চর্চা শুরু হয়েছিল। অবশেষে জানা গেল সেই খবর। কম TRP-র কারণে শেষ হতেই চলেছে জলসার এক জনপ্রিয় মেগা।

স্টার জলসার কোন সিরিয়াল (Bengali Serial) শেষ হচ্ছে?

শাশুড়ি-বৌমার কুটকচালি ছেড়ে ভৌতিক কাহিনী নিয়ে শুরু হয়েছিল ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle) ধারাবাহিকটি। সদ্য এই ধারাবাহিকের নায়িকা বদল হয়েছে৷ অঙ্গনা রায়ের পরিবর্তে নতুন পার্বতী হয়ে এন্ট্রি নিয়েছেন রুকমা রায়। নায়িকা বদলের কয়েক সপ্তাহের মধ্যেই সামনে এল ধারাবাহিক (Bengali Serial) বন্ধের খবর। অন্তিম সম্প্রচারের দিনক্ষণও প্রকাশ্যে এসে গিয়েছে।

সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে ‘তুমি আশেপাশে থাকলে’র নায়ক রোহন ভট্টাচার্য বলেন, ‘একটা সময় তো সবকিছুই শেষ থাকে। সেই নিয়মেই শেষ হচ্ছে। ফের নতুন কিছু করব’। বিদায়বেলায় এসে সহকর্মীদের প্রশংসায় ভরিয়ে দেন রোহন। অভিনেতা বলেন, ‘অঙ্গনা, পুষ্পিতাদি, গোপালদা, এখন যে করছে রুকমা, আমাদের ক্রিয়েটিভ হেড অদিতিদি, সবার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো’।

আরও পড়ুনঃ TRP তুলতে বিরাট টুইস্ট! জলে ডুবে মৃত্যু রোহিতের! তুলকালাম পর্ব ‘ফুলকি’ ধারাবাহিকে

জানা যাচ্ছে, আগামী ২০ অথবা ২১ জুলাই ধারাবাহিকের (Bengali Serial) শ্যুটিং শেষ করবেন রোহন-রুকমারা। জুলাই মাসের শেষ দিন তথা ৩১ জুলাই এই সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে বলে খবর। ভৌতিক কাহিনী নির্ভর এই মেগা প্রাইম টাইমে শুরু হলেও অল্প সময়ের মধ্যেই TRP কমতে শুরু করে। শেষে স্লট বদল করে বিকেল সাড়ে ৫টায় আনা হয়। এখানেও কামাল দেখাতে ব্যর্থ এই ধারাবাহিক। শেষ অবধি সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল।

Bengali serial Tumi Ashe Pashe Thakle

এদিকে শোনা যাচ্ছে, আগস্ট মাস থেকে ‘তেঁতুলপাতা’র সম্প্রচার শুরু হবে। গৌরব চট্টোপাধ্যায়, ঋতব্রতা দে অভিনীত এই মেগা সন্ধ্যা ৭টা অথবা সাড়ে ৭টার স্লটে দেওয়া হবে বলে খবর। সেক্ষেত্রে আরও কোনও একটি ধারাবাহিকের স্লট বদল অথবা সম্প্রচার শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর