ফের বিতর্কিত মন্তব্য খবরের শিরোনামে এই বিজেপি নেতা

 

সঞ্জয় কাপড়ী,পাঁশকুড়া,পূর্ব মেদিনীপুর: আবারও বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা আনিসুর রহমানের,পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া তৃণমূল নেতা কুরবান আলি শা খুনের ঘটনায় তৃণমূল এর গোষ্ঠী দণ্ডে খুন, এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা আনিসুর রহমান,গত নবমীর দিন কুরবান আলি শা খুন হন মায়শরা গ্রামে নিজের পার্টি অফিসে কয়েক জন দুষ্কৃতীরা রা রাত্রি দশটা নাগাদ পার্টি অফিস এ ঢুকে গুলি করে খুন করে পালিয়ে যায়। তার পরে জেলা ও রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে।

এর পরে অভিযোগ ওঠে পাশকুরা বিজেপি নেতা আনিসুর রহমান এই খুন সংগঠিত করেছে। পুলিস তদন্ত শুরু হয়। তদন্তে নেবে পুলিশ এখনও প্রজন্ত ছয় জনকে গ্রেফতার করেছে জা বেশির ভাগ তৃণমূল নেতা কর্মী,এমনই মন্তব্য করেন বিজেপি নেতা আনিসুর রহমান, মৃতার কুরবান শা পরিবার প্রথম থেকেই সি আই ডি তদন্ত দাবি করে আসছেন। তবে আনিসুর রহমান সি বি আই দাবির করেছেন। তিনি আবার ও মৃত তৃণমূল নেতা কুরবান আলি শা পরিবার এর প্রতি সমবেদনা জানিয়ে ছেন। আর পুলিশ আইবি দফতর এর গাফিলতি কে দায়ী করেছেন।

IMG 20191103 WA0033 1

তিনি আরও বলেন যদি সি বি আই তদন্তে আমি দোষী সাব্যস্ত হয় ফাঁসির দড়িতে ঝুলতে রাজি আছি, আরো বলেন রাজনীতির ছেড়ে কুরবান শাহ কে কে হত্যা করেছে তা তদন্ত করা হোক এমনই নাম না করে তৃণমূল নেতৃত্বের ওপর আঙুল তুললেন বিজেপি নেতা আনিসুর রহমান, তিনি আরো বলেন কুরবান শাহ র হত্যার পর অনেক তৃণমূল নেতা বলছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছে আবার তাদের কে নিরাপত্তা দেবে না এমনই তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে কি ঘটনা,এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা আনিসুর রহমান।


সম্পর্কিত খবর