কেরিয়ারে একটিই সুপারহিট ছবি, ২২ টি ফ্লপ! প্রেম করেছেন বাঙালি কন্যের সঙ্গে, এখন জুস বিক্রি করেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে অনেকেই আসে হিরো হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু ইন্ডাস্ট্রির কঠিন প্রতিযোগিতা অচিরেই তাদের আছড়ে ফেলে বাস্তবতার মাটিতে। কেউ কেউ সংগ্রাম করতে করতে খ্যাতি পান ঠিকই, তবে অনেকেরই ভাগ্য সঙ্গ দেয় না। ফলে তাঁরা হারিয়ে যান ইন্ডাস্ট্রি থেকে। এমনি একজন অভিনেতা (Actor) টানা ২২ টি ফ্লপ দিয়েছিলেন। মাত্র ১ টি ছবিই হিট হয়েছিল তাঁর। আর তাও এত হিট হয়েছিল যে আজো চর্চা হয় তা নিয়ে।

প্রথম ছবিই ফ্লপ হয় অভিনেতার (Actor)

১৯৯৯ সালে ‘পেয়ার মে কভি কভি’ ছবির হাত ধরে বলিউড ডেবিউ হয়েছিল অভিনেতার (Actor)। কিন্তু প্রথম ছবিই মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। কেরিয়ার শুরু হতে না হতেই শেষ হতে বসেছিল তাঁর। তবে একটি ছবি সে যাত্রায় বাঁচিয়ে দেয় অভিনেতার (Actor) কেরিয়ার। ২০০২ সালে ওই সিনেমায় বিপাশা বসুর সঙ্গে অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন তিনি।

This bollywood actor has only one hit movie

একটিই ছবি হয় হিট: সেই অভিনেতার (Actor) নাম ডিনো মোরিয়া এবং ছবিটি ছিল ‘রাজ’। ৫০ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল ছবিটি। কিন্তু তা এত বড় হিট হয় যে বক্স অফিসে ৩৭০ মিলিয়ন ছুঁয়ে ফেলে ব্যবসার অঙ্ক। ডিনো বিপাশা জুটি ব্যাপক হিট হয়। তবে জনপ্রিয়তা বেশিদিন ধরে রাখতে পারেননি অভিনেতা (Actor)।

আরো পড়ুন : স্কুইড গেম থেকে ভুলভুলাইয়া ৩, বছর শেষে বিনোদনের ডবল ডোজ, চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে এতগুলো সিরিজ

অভিনয় ছেড়ে শুরু করেন ব্যবসা: কেরিয়ারে ওই একটিই হিট ছবি রয়েছে ডিনোর। রিপোর্ট অনুযায়ী, ২২ টি ছবি ফ্লপ হয় তাঁর। এমনকি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চলেনি তাঁর ছবি। শেষমেষ বলিউড থেকে সরে আসেন ডিনো। ২০১২ সালে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মিলে ‘কুল মাল’ নামে একটি কোম্পানি খোলেন তিনি। নিজের প্রযোজনা সংস্থাও খুলেছিলেন ডিনো। ‘জিসম ২’ ছবিটি তৈরি হয়েছিল তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে।

আরো পড়ুন : সোনাদানা নয়, এই “সামান্য” উপহারেই খুশি, বিয়ের ৫১ বছর পরও জয়ার জন্য কী নিয়ে যান অমিতাভ?

পরবর্তীতে ‘ফ্রেশ প্রেস’ নামে নামে একটি জুস প্রস্তুতকারক সংস্থা খোলেন ডিনো মোরিয়া। অবশেষে ব্যবসায় উন্নতি করতে শুরু করেন তিনি। খুব শীঘ্রই ভারতের আরো বেশ কিছু রাজ্যে ছড়িয়ে পড়তে চলেছে তাঁর সংস্থা। পাশাপাশি আগামী বছর ‘হাউজফুল ৫’ ছবিতে ফের তাঁকে দেখা যেতে চলেছে বলে খবর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর