বলিউডের ‘বাবা’, সরকারি চাকরি ছেড়ে শুরু করেন অভিনয়, ৫০০-র বেশি ছবিতে কাজ করেও পাননি কদর

বাংলাহান্ট ডেস্ক : সিনেমায় নায়ক নায়িকা ছাড়াও থাকে অনেক পার্শ্ব চরিত্র। বলিউডে (Bollywood) বেশিরভাগ নায়ক নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে আসলেও অনেকে পার্শ্বচরিত্রে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়ে থাকেন। বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে তাঁরা নিজেদের অভিনয় দক্ষতায় শান দিতে পারেন। আবার কিছু কিছু অভিনেতা শুধুমাত্র এক ধরণের চরিত্রে অভিনয় করেই নাম করেছেন। বলিউডের (Bollywood) এমনি একজন অভিনেতা ছিলেন নাজির হুসেইন।

বাবা কাকার চরিত্রে অভিনয় করতেন বলিউড (Bollywood) অভিনেতা

বলিউডে (Bollywood) লম্বা কেরিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। আর অধিকাংশ বাবা, কাকা, দাদা এমনকি শ্বশুরের চরিত্রেও অভিনয় করেছেন নাজির। এভাবেই গড়ে তুলেছিলেন নিজের পরিচিতি। সে সময়কার বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির নামজাদা সব নায়ক নায়িকাদের বাবা, কাকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ধরণের চরিত্র থাকলেই খোঁজ পড়ত নাজির হুসেইনের।

আরো পড়ুন : হয়ে পড়েছিলেন অন্তঃসত্ত্বা, তাই কি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত? স্বামী আর পরিবারের কথা মেনেই… মুখ খুললেন শ্রীময়ী

ভোজপুরি ছবির ‘দাদা’ ছিলেন

দীর্ঘ ৫ থেকে ৭ এর দশক পর্যন্ত অভিনয় জগতে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন নাজির হুসেইন। কাজ করেছেন ৫০০-র ও বেশি ছবিতে। তবে শুধু বলিউড (Bollywood) নয়। নাজির কাজ করেছেন ভোজপুরি ইন্ডাস্ট্রিতেও। ভোজপুরি সিনেমার ভিত্তি স্থাপন করেছিলেন তিনিই। এই কারণে ভোজপুরি ইন্ডাস্ট্রির ‘দাদা’ উপাধিও পেয়েছেন নাজির হুসেইন। তবে বলিউডে (Bollywood) তাঁর বাবার চরিত্রগুলির জন্যই দর্শকদের মাঝে আইকনিক হয়ে রয়েছেন নাজির হুসেইন।

আরো পড়ুন : আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন, সুশান্ত মৃত্যুতে কার দিকে আঙুল তুললেন সোমি!

নামী অভিনেতা অভিনেত্রীদের বাবা হয়েছেন তিনি

জানলে অবাক হবেন, অভিনয়ে পা রাখার আগে সরকারি চাকরি করতেন তিনি। সেই নিশ্চিত চাকরি ছেড়ে অভিনয় জগতে আসেন নাজির। দেব আনন্দ থেকে অশোক কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রর মতো খ্যাতনামা অভিনেতাদের পাশাপাশি মীনা কুমারী, মধুবালা, ওয়াহিদা রেহমান, মুমতাজ, হেমা মালিনীর মতো অভিনেত্রীদেরও বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু বাবা নয়, ‘আপ কি পরছাই’ ছবিতে ধর্মেন্দ্রর শ্বশুর, ‘পরিণীতা’ ছবিতে অশোক কুমারের এবং ‘প্রেম নগর’ ছবিতে রাজেশ খান্নার শ্বশুরের ভূমিকাতেও অভিনয় করেছেন নাজির হুসেইন।

Bollywood

দেব আনন্দের প্রতিটি ছবিতেই অভিনয় করেছেন নাজির হুসেইন। দেবদাস, বন্দিশ, গঙ্গা যমুনা, কাশ্মীর কি কলি, ভূত বাংলার মতো বহু হিট ছবির অংশ থেকেছেন তিনি। সমগ্র ফিল্ম কেরিয়ারে ৫০০-র ও বেশি ছবিতে কাজ করেছেন নাজির। কিন্তু যে সম্মান পাওয়ার কথা ছিল তাঁর তা তিনি পাননি। সুপারস্টার তকমা অধরাই থেকে গিয়েছে নাজির হুসেইনের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর