বাংলাহান্ট ডেস্ক : বলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেত্রীদের (Bollywood Actress) প্রসঙ্গ উঠলেই কেউ নাম নেবেন দীপিকা পাডুকোনের, কেউ আলিয়া ভাট, কেউ আবার কৃতি সানন কিংবা কিয়ারা আডবানী। বর্তমান প্রজন্মে এই নায়িকাদেরই রাজত্ব চলছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এঁদের এক একজনের সিনেমা পিছু পারিশ্রমিকের অঙ্ক শুনলে কার্যত চোখ কপালে ওঠে।
এই বলিউড অভিনেত্রীই (Bollywood Actress) ভারতে সবথেকে বেশি পারিশ্রমিক নেন
বলিউডে এখনো পারিশ্রমিকের দিক দিয়ে নায়করা এগিয়ে থাকলেও নায়িকারাও (Bollywood Actress) কিন্তু পিছিয়ে নেই। বর্তমানে অভিনেত্রীরাও কয়েক কোটির নীচে কথা বলেন না। কিন্তু জানলে অবাক হবেন, দীপিকা আলিয়া এঁরা কিন্তু কেউই বলিউডের ‘হায়েস্ট পেইড’ অভিনেত্রী নন। তাঁদের উপরেও একজন রয়েছেন যিনি সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ভারতীয় অভিনেত্রী (Bollywood Actress)। তিনি কে জানেন?
কত টাকা নেন সিনেমা পিছু: বর্তমানে অবশ্য আর বলিউডে কাজ করেন না তিনি। তবে খুব শীঘ্রই কামব্যাকের আভাসও দিয়েছেন। তিনি প্রিয়াঙ্কা চোপড়া। তিনিই সেই ভারতীয় অভিনেত্রী (Bollywood Actress) যিনি সবথেকে বেশি পারিশ্রমিক নেন। রিপোর্ট অনুযায়ী, একটি ছবির জন্য ৪০ কোটি টাকা পারিশ্রমিক ধার্য করেন প্রিয়াঙ্কা। তবে এই টাকাটা তিনি নেন হলিউডে। তাঁর ‘সিটাডেল’ ওয়েব সিরিজের জন্য এই অঙ্কের টাকাই তিনি নিয়েছিলেন বলে খবর সূত্রের। ৪০ কোটি টাকা অর্থাৎ ৫ মিলিয়ন মার্কিন ডলার।
আরো পড়ুন : বলিউড করেনি কদর, ঢালিউডের সুপারস্টার, ‘বাংলাদেশের শাহরুখ খান’ এর তকমা পান এই অভিনেতা!
তাঁর জন্যই পারিশ্রমিক বাড়ে নায়িকাদের: ২০১৭ সালে হলিউডে তিনি ডেবিউ করেন ‘বেওয়াচ’ এর হাত ধরে। এরপর একের পর এক ছবি, সিরিজে কাজ করেছেন প্রিয়াঙ্কা। হলিউডে মাটি শক্ত করে নেওয়ার পর আর বলিউডে ফেরেননি তিনি। তবে বলিউডেও কিন্তু তাঁর পারিশ্রমিক নেহাত কম ছিল না। বলিউডে তাঁর দৌলতেই অভিনেত্রীদের (Bollywood Actress) পারিশ্রমিক বাড়ে। শোনা যায়, এক একটি ছবির জন্য বলিউডে ১৪-২০ কোটি টাকা নিয়ে থাকেন অভিনেত্রী।
আরো পড়ুন : তিন মাসে পা দীপিকা কন্যা দুয়ার, নাতনির জন্য নিজের চুল দান করলেন ঠাকুমা অঞ্জু!
রিপোর্ট অনুযায়ী, পারিশ্রমিকের দিক দিয়ে প্রিয়াঙ্কার পরেই রয়েছেন দীপিকা পাডুকোন। তারপরে নাম আসবে আলিয়া ভাটের। সূত্রের খবর অনুযায়ী, এক একটি ছবির জন্য প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।