বাংলা হান্ট ডেস্ক : গান (Song) ছাড়া এক কথায় অসম্পূর্ণ যে-কোনো সিনেমা (Cinema)। বিশেষ করে ভারতীয় সিনেমা (Indian Cinema) গানের গুরুত্ব অপরিসীম। তাছাড়া একটানা সিনেমা দেখতে-দেখতে দর্শকদের মধ্যে যাতে একঘেয়েমি না আসে তার জন্যই গল্পের সাথে মিলিয়ে পরিস্থিতি অনুযায়ীই বলিউডের (Bollywood) অধিকাংশ সিনেমায় দেখানো হয় একাধিক গান।
বলিউডের (Bollywood) কোন সিনেমায় রয়েছে ৭২টি গান?
এই গানের জন্যই গোটা বিশ্বের দরবারে ব্যাপক জনপ্রিয় ভারতীয় সিনেমা। কিন্তু জানলে অবাক হবেন ভারতীয় সিনেমা (Bollywood) জগতে এমনও একটি সিনেমা রয়েছে যেখানে আট দশটি নয় গান ব্যবহৃত হয়েছে মোট ৭২ টি (72 Song)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে এই সিনেমাটি তৈরিই হয়েছিল এমন ভাবে যেখানে অনেকগুলো গান ব্যবহার করার সুযোগ ছিল।
আরও পড়ুন : ব্রেকআপের পরেই পর্দায় রোম্যান্স! নিজেকে কীভাবে সামলেছিলেন সুস্মিতা?
tতাই সর্বোচ্চ গান ব্যবহৃত ‘ইন্দ্রসভা’ (Indrasabha) ভারতীয় সিনেমার ইতিহাসে আজ-ও মাইলফলক। বিশেষ করে ভারতীয় সিনেমায় গানের ব্যবহার নিয়ে চর্চা হলে প্রথমেই আসে ই সিনেমার নাম। জানা যায়, এই ছবিতে যে ৭২ টি গান ছিল তার মধ্যে ছিল ৩১ টি গজল, ১৫ টি গান, ১১ টি ছান্দ, ৯ টি ঠুমরী, ৪টি হোলি, ২টি চৌবোলা। ১৯৩২ সালে এই সিনেমাটি তৈরী হলেও এটি নাটক হিসেবে প্রথম মঞ্চস্থ হয়েছিল ১৮৫৩ সালে।
বড়পর্দায় এই সিনেমা পরিচালনার দায়িত্বে ছিলেন জামাহেদজি এবং জাহাঙ্গিরজি মদন। একইসাথে এই সিনেমায় গান করেছিলেন বহু নামজাদা শিল্পীরা। আজ পর্যন্ত ইন্দ্রাসভার এই ৭২টি গানের রেকর্ড এখনও পর্যন্ত ভাঙতে পারেনি বলিউডের অন্য কোনো সিনেমা। অভিনয় করেছিলেন জেহরানা কাজ্জান,নিসার, আব্দুল রেহমান কাবুলির মতো অভিনেতারা।