বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ তরুণ ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব তাঁর দুরন্ত গতির মাধ্যমে উঠে এসেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, IPL-এ দ্রুত গতিতে বল করার রেকর্ড গড়েছিলেন তিনি। তবে, সেই সময় তিনি চোটের সম্মুখীন হন। যার কারণে তাঁকে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে থাকতে হয়।
IPL (Indian Premier League)-এ করেন বাজিমাত:
তবে, এবার মায়াঙ্ক যাদবের প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে আসছে। জানা গিয়েছে যে, বর্তমানে মায়াঙ্ক যাদব পুরোপুরি ফিট। পাশাপাশি, তিনি ভারতীয় দলেও অন্তর্ভুক্ত হতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪ সালের IPL (Indian Premier League)-এ মায়াঙ্ক তাঁর দুর্ধর্ষ বোলিংয়ের কারণে উঠে এসেছিলেন খবরের শিরোনাম। তিনি তাঁর গতির কারণে সর্বত্র প্রশংসা পান।
Mayank yadav is bowling close to 20 overs with the white ball in three separate spells in a day.There is a strong chance of selectors picking him for the Bangladesh series after seeing him in the camp at NCA.pic.twitter.com/pQdi4zvlpc
— Sujeet Suman (@sujeetsuman1991) September 28, 2024
লখনউ সুপার জায়ান্টসে এই বোলার IPL (Indian Premier League)-এ ধারাবাহিকভাবে প্রায় ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেছিলেন। এদিকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার বেগে বল করেন। যার কারণে বেশ আলোচিত হন তিনি। তবে, কয়েক ম্যাচ পরেই চোটের সম্মুখীন হন মায়াঙ্ক।
আরও পড়ুন: আচমকাই পরিকল্পনা বদল আদানির! এই সেক্টরে খরচ করবেন ৩৩ হাজার কোটি, চমকে দেবে কারণ
বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজে পেতে পারেন সুযোগ: জানিয়ে রাখি যে, রিয়ান পরাগ এবং হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারদের সাথে মায়াঙ্ক যাদব NCA-তে তাঁর ফিটনেস পুনরুদ্ধারে ব্যস্ত ছিলেন। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের T20 সিরিজে সুযোগ দেওয়া হতে পারে মায়াঙ্ক যাদবকে। রিপোর্টে জানানো হয়েছে, “গত এক মাস ধরে ব্যথার কোনও বিষয় জানাননি মায়াঙ্ক যাদব। NCA-তে পুরো ফিটনেস নিয়ে বোলিং করছেন তিনি। নির্বাচকরা দেখতে চান তিনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কতটা প্রস্তুত।”
আরও পড়ুন: আর হবেনা ক্ষতি! কোন মিউচুয়াল ফান্ড স্কিমে কতটা ঝুঁকি? জানা যাবে তৎক্ষণাৎ, বড় পদক্ষেপের পথে SEBI
উল্লেখ্য যে, ভারতের টেস্ট মরশুম দীর্ঘ হতে চলেছে এবং সে কারণেই বাংলাদেশের T20 সিরিজে নতুন মুখদের সুযোগ দিতে পারেন নির্বাচকরা। প্রায় এক মাস ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি হার্দিক পান্ডিয়া। এমনকি, অভিষেক শর্মারও দরকার কোয়ালিটি প্র্যাকটিস। এমতাবস্থায়, একদিনে ২০ ওভার বল করছেন মায়াঙ্ক যাদব। এই কারণে বাংলাদেশ সিরিজে তাঁকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, প্রধান নির্বাচক অজিত আগরকরও আসতে চলেছেন বেঙ্গালুরুতে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…