একী কাণ্ড! লোকসানে চলছে টাটা গ্রুপের এই ব্যবসা, বড় পদক্ষেপের পথে সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপ (Tata Group) এবং ভারতী গ্রুপ তাদের লোকসানে থাকা DTH ব্যবসাকে সংযুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। সূত্রের মতে, টাটা গ্রুপের Tata Play এবং এয়ারটেলের ডিজিটাল টিভিকে সংযুক্ত করার সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হয়েছে যখন বর্তমানে টিভির পরিবর্তে অনলাইন ভিডিও এবং লাইভ স্ট্রিমিং দেখতে পছন্দ করছেন সকলে। জানা গিয়েছে যে, শেয়ার বিনিময়ের মাধ্যমে এই সংযুক্তিকরণ ঘটবে। যার ফলে এয়ারটেলের নন-মোবাইল আয় বাড়বে। সূত্র বলছে যে, এয়ারটেলের এই যৌথ উদ্যোগে ৫০ শতাংশেরও এর বেশি অংশীদারিত্ব থাকবে। জানিয়ে রাখি যে, টাটা প্লে (Tata Play) হল ভারতের বৃহত্তম DTH প্রদানকারী। যা আগে টাটা স্কাই (Tata Sky) নামে পরিচিত ছিল।

বড় পদক্ষেপ টাটার (Tata Group):

জানিয়ে রাখি যে, Tata Play-র পথচলা শুরু হয়েছিল Rupert Murdoch’s News Corp-এর সাথে যৌথ উদ্যোগ হিসেবে। ওয়াল্ট ডিজি কোম্পানি যখন ২০১৯ সালে মারডকের 21st সেঞ্চুরি ফক্স অধিগ্রহণ করে, তখন এই অংশটি তার কাছে চলে যায়। এদিকে, এই নতুন সংযুক্তিকরণের মাধ্যমে এয়ারটেল টাটা প্লে ১.৯ কোটি বাড়িতে অ্যাক্সেস পাবে। যেটি এয়ারটেলের “ট্রিপল প্লে” কৌশলকে শক্তিশালী করবে। এই কৌশলের অধীনে, সংস্থাটি একই সাথে টেলিকম, ব্রডব্যান্ড এবং ডিটিএইচ পরিষেবা সরবরাহ করবে। প্রায় এক দশক পর DTH সেক্টরে এটি হবে দ্বিতীয় বড় চুক্তি। এর আগে ২০১৬ সালে, ডিশ টিভি এবং ভিডিওকন d2h একত্র হয়েছিল।

This business of Tata Group is running at a loss.

মিলবে কত শতাংশ অংশীদারিত্ব: টাটা (Tata Group) এবং এয়ারটেলের মধ্যে এই চুক্তি এমন সময়ে ঘটছে যখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ওয়াল্ট ডিজনি Star India এবং Viacom18-কে একত্র.করে JioStar গঠন করছে৷ JioStar ভারতের বৃহত্তম মিডিয়া এবং বিনোদন কোম্পানি হিসেবে বিবেচিত হচ্ছে। যার আয় ২০২৪ সালের ২৬,০০০ কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। টাটা এবং এয়ারটেল আগামী দিনে একটি চুক্তি ঘোষণা করতে পারে। এই সংযুক্তিকরণ হওয়ার পরে হওয়ার পরে, এয়ারটেল যৌথ উদ্যোগে ৫২ থেকে ৫৫ শতাংশ শেয়ার ধারণ করবে এবং টাটা প্লে শেয়ার হোল্ডারদের কাছে ৪৫ থেকে ৪৮ শতাংশ থাকবে। কোম্পানিটি এয়ারটেলের সিনিয়র ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হবে। তবে টাটা বোর্ডে দু’টি আসন চায়। উভয় সংস্থার মূল্য প্রায় ৬,০০০ থেকে ৭,০০০ কোটি টাকা।

আরও পড়ুন: পাল্টে যাবে দেশের ভোল! এবার একইসাথে বিরাট ঘোষণা আম্বানি-আদানি-টাটার

এই প্রসঙ্গে একজন আধিকারিক বলেছেন যে, এটি একটি নন বাইন্ডিং চুক্তি হবে। তবে উভয় পক্ষই কয়েক মাস ধরে আলোচনায় রয়েছে। তাই তাদের দ্রুত সমস্ত বকেয়া বিষয়টির সমাধান করা উচিত। আসলে এই বিষয়টি টাটার (Tata Group) জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং তারা টেলিকম সেক্টরে একটি বড় একটি গ্রুপের সাথে এবার সংযুক্ত হওয়ার পরিকল্পনা করছে। এয়ারটেল ডিজিটাল টিভি অন্তর্ভুক্ত রয়েছে ভারতী টেলিমিডিয়া লিমিটেডের। যেটি ভারতী এয়ারটেলের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। এদিকে, টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সের টাটা প্লে-তে ৭০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।

আরও পড়ুন: শুরু ট্রাম্পের অ্যাকশন, আচমকাই এই ৪ টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা

কেন সংযুক্তিকরণ ঘটছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২ টি কোম্পানির মোট ৩.৫ কোটি পেড গ্রাহক ছিল। যেখানে ২০২৪-এর অর্থবর্ষে রেভিনিউ ৭,০০০ কোটি টাকার বেশি। উপরন্তু, Tata Play-র সহযোগী প্রতিষ্ঠান Tata Play Broadband-এর মাধ্যমে ০.৫ মিলিয়ন ব্রডব্যান্ড গ্রাহক রয়েছে। তবে, এই সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে এয়ারটেল, টাটা সন্স এবং ডিজনি প্রশ্নের উত্তর দেয়নি। Tata Play-ও মন্তব্য করতে অস্বীকার করেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, ভিডিও স্ট্রিমিং এবং ডিডি ফ্রি ডিশের প্রতিযোগিতার কারণে পে-টিভি শিল্প কমে গেছে। সাম্প্রতিক বছরগুলিতে পে-টিভি গ্রাহকের সংখ্যা ১২০ মিলিয়ন থেকে কমে ৮৪ মিলিয়নে নেমে এসেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর