বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারের ফলে এই মুহূর্তে শেষ চারে পৌঁছানোর পথ প্রায় বন্ধ হয়ে গেছে কোহলি বাহিনীর। যদিও আফগানিস্তান যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিতে পারে সে ক্ষেত্রে কিছুটা ক্ষীণ আশার আলো থাকবে ভারতের জন্য। যদিও সেই আশার প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য সর্বপ্রথম দরকার আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়াকে বড় ব্যবধানে হারানো। বুধবার কোহলি বাহিনীর সামনে রয়েছে বিশ্বকাপের প্রথম জয় তুলে নেওয়ার সুযোগ।
বুধবার আবুধাবিতে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মহম্মদ নাবিদের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। আজ দলে বেশ কয়েকটি পরিবর্তন একেবারে নিশ্চিত। বিশেষজ্ঞদের মতে ঈশান কিশানের জায়গায় ফের একবার দলে আসতে পারেন সূর্য কুমার যাদব। গত ম্যাচে পিঠের ব্যথার কারণে মাঠে নামতে পারেননি তিনি। তবে বুধবার তাকে ফের একবার প্রথম একাদশে দেখা যেতে পারে। যদি সূর্যকুমার দলে নাও আসেন সেক্ষেত্রেও ঈশানের ওপেনিং করার কোনও সুযোগ নেই বললেই চলে। আজ তাকে খেলতে হবে চার নম্বরেই।
একইসঙ্গে দলে আসতে চলেছে আরও একটি বড় পরিবর্তন। বিশ্লেষকদের মতে, দুই ম্যাচে একেবারেই ফর্মে ছিলেননা বরুণ চক্রবর্তী। পাকিস্তান-নিউজিল্যান্ড উভয় দলের বিরুদ্ধেই কেবল রানই খরচা করেছেন তিনি, বদলে ভারতকে কোন ব্রেক-থ্রু এনে দিতে পারেননি। আর তাই অনেকেই মনে করছেন আজ তার জায়গায় দলে আসতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। একদিকে যেমন তার কাছে রয়েছে বিপুল অভিজ্ঞতার ঝুলি, এমনই প্রস্তুতি ম্যাচ গুলিতেও যথেষ্ট ভালো ফর্মে ছিলেন তিনি। আর তাই আবুধাবির স্পিন-সহায়ক উইকেটে ভারতের জন্য আজ মারাত্মক অস্ত্র হয়ে উঠতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের সম্ভাব্য একাদশঃ
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ইশান কিশান/সূর্য কুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন।