বড়সড় ক্ষতির সম্মুখীন এই সিমেন্ট কোম্পানি! সম্প্রতি অধিগ্রহণ করেছিলেন গৌতম আদানি

বাংলা হান্ট ডেস্ক: এবার ACC সিমেন্টের সেপ্টেম্বরের ত্রৈমাসিকের পরিসংখ্যান অবাক করেছে সবাইকে। কোম্পানিটি বার্ষিক ভিত্তিতে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মোট ৯১ কোটি টাকার লোকসানের সম্মুখীন হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, গত বছরের একই ত্রৈমাসিকে, কোম্পানিটি ৪৪৯ কোটি টাকার লাভ অর্জন করেছিল। এমতাবস্থায়, জুনের ত্রৈমাসিকে কোম্পানিটির লাভের পরিমান ছিল ২২২ কোটি টাকা। যদিও, বিশ্লেষকরা সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য তাদের রিপোর্টে ১৩৩ কোটি টাকা লাভের অনুমান করেছিলেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আদানি গ্রুপ (Adani Group) সম্প্রতি ACC সিমেন্টকে অধিগ্রহণ করে।

বিক্রয় বৃদ্ধি: প্রতি বছর কোম্পানিটির বিক্রি বেড়েছে। এমতাবস্থায়, ACC একটি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে, Year-On-Year ভিত্তিতে মোট বিক্রয় ৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ৩,৯১০ কোটি টাকা হয়েছে। যদিও, সংশ্লিষ্ট কোম্পানিটির EBITDA (Earnings before interest, taxes, depreciation, and amortization) ছিল ৭১২ কোটি টাকার বিপরীতে ১৬ কোটি টাকা।

কেন ক্ষতির সম্মুখীন হল কোম্পানি: EBITDA হল সেই মুনাফার পরিমান যা কোম্পানি সুদ এবং কর সহ বিভিন্ন খরচের আগে অর্জন করে। এমতাবস্থায়, জ্বালানির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ACC সিমেন্টের এই আয় ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, কোম্পানির EBITDA মার্জিন ০.৪ শতাংশে নেমে এসেছে। যেখানে এটি ৬ শতাংশ পর্যন্ত থাকতে পারে বলে অনুমান করা হয়েছিল।

দু’টি সিমেন্ট কোম্পানির অধিগ্রহণ: চলতি বছরের মে মাসে, আদানি গ্রুপ ১০.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে (৮১,৩৬১ কোটি টাকা) সুইস ফার্ম হলসিমের দেশে থাকা ব্যবসা অধিগ্রহণ করে। এমতাবস্থায়, অম্বুজা সিমেন্টে হলসিমের ৬৩.১৯ শতাংশ এবং ACC সিমেন্টে ৪.৪৮ শতাংশ অংশীদারিত্ব ছিল। এদিকে, এই লেনদেনটি শেষ হওয়ার পরে আদানি অম্বুজা সিমেন্টে ৬৩.১৫ শতাংশ এবং ACC-তে ৫৬.৬৯ শতাংশ অংশীদারিত্বের অধিকারী হয়েছেন। উল্লেখ্য যে, ACC রেডি-মিক্স কংক্রিট উৎপাদনকারী হিসেবে ভারতের শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানিগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি, এই কোম্পানির ৮৩ টিরও বেশি কংক্রিট প্ল্যান্ট রয়েছে।

Gautam Adani

ACC সিমেন্টের শেয়ারেও হয়েছে দর পতন: শেয়ার বাজারে ACC সিমেন্টের শেয়ারের দর পতন গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে কোম্পানিটির শেয়ারের মূল্য ১.৮১ শতাংশ কমে ২,২২৯ টাকায় লেনদেন হচ্ছে। অপরদিকে, আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম বাড়ছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার ২.০৬ শতাংশ বৃদ্ধির সাথে ৩,২৭৮ টাকায় ট্রেড করছে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর