অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৮০০০ টাকা! দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের, খুশির হাওয়া দেশে!

বাংলা হান্ট ডেস্কঃ দেশবাসীর সুবিধার জন্য সরকারের তরফ থেকে মাঝেমধ্যেই নানান উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার, প্রত্যেকেই নানান রকম প্রকল্প (Government Scheme) চালু করেছেন। এর দ্বারা উপকৃত হয়েছেন কোটি কোটি মানুষ। এবার এমনই একটি প্রকল্প নিয়ে বিরাট আপডেট সামনে এসেছে। শোনা যাচ্ছে, সেই স্কিমের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের প্রকল্প (Government Scheme) নিয়ে বিরাট আপডেট!

ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ। কোটি কোটি মানুষের মুখে কীভাবে এদেশের কৃষকরা অন্ন তুলে দেন তা সকলেই জানেন। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার, তাঁদের সুবিধার্থে নানান রকম প্রকল্প চালু করেছে। এই সকল সরকারি যোজনার কারণে সুরাহা হয়েছে এদেশের বহু কৃষকের। কেন্দ্রের তরফ থেকে চালু করা এমনই একটি যোজনা হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana)।

২০১৯ সালে এদেশের কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করা হয়। এই স্কিমে নাম নথিভুক্ত করা কৃষকরা বার্ষিক ৬০০০ টাকা পেয়ে থাকেন। কয়েকটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়।

আরও পড়ুনঃ মানিকতলায় জিততেই বিরাট দায়িত্ব পেলেন কুণাল! কী সিদ্ধান্ত নিল তৃণমূল? ফাঁস হতেই তোলপাড়!

তবে এবার কানাঘুষো শোনা যাচ্ছে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (Government Scheme) টাকা নাকি বাড়ানো হতে পারে! ৬০০০ টাকা থেকে বাড়িয়ে এই অনুদানের অঙ্ক ৮০০০ টাকা করে দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Government scheme

কিছুদিনের মধ্যেই মোদী সরকারের চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সেই দিনই কেন্দ্রের এই জনপ্রিয় প্রকল্পের অনুদান বাড়ানো নিয়ে ঘোষণা করা হতে পারে বলে করা হচ্ছে। জানা যাচ্ছে, এদেশের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অনুদান বাড়ানোর বিষয়ে বেশ আশাবাদী। অর্থমন্ত্রী কৃষি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে দেখাও করেছেন বলে খবর। এরপরেই অনুদান বৃদ্ধির জল্পনা আরও তীব্র হয়। বাজেট পেশের দিন কেন্দ্রের তরফ থেকে এই বিষয়ে কোনও ‘সুখবর’ দেওয়া হয় কিনা এবার সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর