আধার কার্ড থাকলেই ১০ লাখ! দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের, কীভাবে আবেদন করতে হবে জানুন!

বাংলা হান্ট ডেস্কঃ ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড। মোবাইল ফোনের সিম তোলা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, প্রায় সব কাজেই দরকার হয় লাগে এটি। তবে অনেকেই জানেন না, আধার কার্ড থাকলে কেন্দ্রের একটি দুর্দান্ত প্রকল্পে (Government Scheme) আবেদন করা যায়। সেই স্কিমের মাধ্যমে ১০ লাখ টাকা অবধি দেয় সরকার।

কেন্দ্রের এই প্রকল্পে (Government Scheme) সুরাহা হয়েছে বহু মানুষের!

দেশের যুব সম্প্রদায়কে স্বাবলম্বী করার উদ্দেশে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। চালু করা হয়েছে বহু যোজনা (Government Scheme)। এদেশের যুবক-যুবতীরা যাতে নিজস্ব কোনও ব্যবসার শুরু করে উপার্জন করতে পারেন, সেই জন্য চালু করা হয়েছে একটি দুর্দান্ত প্রকল্প। আধার কার্ড থাকলেই কেন্দ্রের এই যোজনার জন্য আবেদন করা যায়।

   

আজকের প্রতিবেদনে PMEGP লোন প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। আধার কার্ড (Aadhaar Card) থাকলে এই যোজনার জন্য আবেদন করা যায়। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে স্বল্প মাত্র সুদের বিনিময়ে ব্যাঙ্ক থেকে মোটা টাকা ঋণ নিতে পারেন আবেদনকারী। এখানেই শেষ নয়, ঋণের ওপর ২৫-৩৫ শতাংশ অবধি সাবসিডিও পাওয়ার সুবিধাও রয়েছে।

আরও পড়ুনঃ দেশ ছেড়েছেন হাসিনা! ৬ বছর পর জেল থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া, ফের ক্ষমতায় বিএনপি?

কেন্দ্রের এই প্রকল্পে আবেদন করতে গেলে ইচ্ছুক ব্যক্তিকে অন্তত মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ হতেই হয়। সেই সঙ্গেই আবেদনকারীর বয়স হতে হয় ৪০ বছরের মধ্যে। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং তাঁর বৈধ আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া তাঁর ব্যবসা সম্বন্ধে জ্ঞান থাকতে হয়। আবেদনকারীর আবেদন গৃহীত হল প্রথমে তাঁকে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরেই লোন পাশ হয়।

Central Government scheme

এই প্রকল্পে আবেদনের (Government Scheme) জন্য আধার কার্ড ছাড়াও আবেদনকারীর বেশ কিছু নথি থাকতে হয়। সেগুলি হল, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, মোবাইল নম্বর, ইমেল আইডি, একটি চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)। এই স্কিমে আবেদনের জন্য ইচ্ছুক ব্যক্তিকে PMEGP অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। এরপর যাবতীয় নথি স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এরপর সেই তথ্য ভেরিফাই করা হবে। যদি ভেরিফিকেশন সফল হয় তাহলে ব্যাঙ্কের তরফ থেকে যোগাযোগ করে লোন দেওয়া হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর