আর নেই চিন্তা! এবার বিদ্যুৎ ছাড়াই হবে মোবাইল চার্জ, এই চার্জারের ফিচার্স ও দাম জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। এদিকে, স্মার্টফোনকে সচল রাখতে আবার প্রয়োজন হয় চার্জের। যার ফলে স্মার্টফোনের পাশাপাশি সেটির চার্জারেরও (Charger) সমান গুরুত্ব রয়েছে। এদিকে, চার্জার ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন হয় পাওয়ার সোর্সের। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি চার্জারের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি অভিনবভাবে স্মার্টফোনকে চার্জ করতে পারে।

মূলত, এটি কোনো পাওয়ার সোর্স ছাড়াই স্মার্টফোন চার্জ করতে পারে। যার ফলে আপনি সর্বত্রই এটির ব্যবহার করতে পারেন। আসলে ওই বিশেষ চার্জারটি হল একটি সোলার চার্জার। যেটিতে সোলার প্যানেল এবং একটি চার্জিং কেবল দেওয়া হয়। আপনি যেভাবে বাজারে উপলব্ধ যেকোনো সাধারণ চার্জার ব্যবহার করেন, এই চার্জারটিও ঠিক একইভাবে ব্যবহার করা যায়। কিন্তু এতে চার্জারটির কোনো পাওয়ার সোর্সের প্রয়োজন হয় না।

কারণ, এই চার্জারটি সৌরশক্তি মারফত কাজ করতে পারে। তাই, আপনার শুধুমাত্র রোদের প্রয়োজন। এটি হল একটি পাওয়ার ব্যাঙ্কের মত ডিভাইস এবং আকারেও ছোট। শুধু তাই নয়, ওই চার্জারটি এতটাই হালকা যে আপনি সহজেই এটিকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারেন। তাই, এই পোর্টেবল সোলার চার্জার সবার কাজে আসতে পারে।

রয়েছে একাধিক ফিচার্স: এই চার্জারে আপনি একাধিক ফিচার্স পেয়ে যাবেন। চার্জারটিতে গ্রাহকেরা একটি পোর্টেবল ডিজাইনের পাশাপাশি, ইউএসবি টাইপ সি, মাইক্রো ইউএসবি, লাইটনিং কেবল এবং অন্যান্য সমস্ত ধরণের চার্জিং কেবলও পেয়ে যাবেন। যার ফলে আপনি প্রতিটি ডিভাইস চার্জ করতে পারেন।

whatsapp image 2023 03 31 at 8.41.26 pm

দাম: এদিকে, এই দুর্দান্ত চার্জারের দামটি জানলেও আপনি অবাক হবেন। এটি গ্রাহকেরা মাত্র ৩৩০ টাকায় কিনতে পারবেন। কারণ এতে বিশাল ডিসকাউন্টও পাওয়া যায়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর