বরফের মত ঠান্ডা জলও শুরু করবে ফুটতে! ৫০ টাকার বালতিকেই গিজার বানিয়ে দেবে এই সস্তা ডিভাইস

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সর্বত্র শীতের (Winter) ঝোড়ো ব্যাটিং শুরু হয়ে গিয়েছে। প্রায় প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে পারদ। এমতাবস্থায়, সব জায়গাতেই ঠান্ডার হাত থেকে বাঁচতে গরম জলের ব্যবহার বেড়ে গিয়েছে। পাশাপাশি, স্নান করতেও ব্যবহৃত হয় গরম জল। এমতাবস্থায়, অনেকেই গ্যাস জ্বালিয়ে অথবা গিজার চালিয়ে গরম জল পেয়ে যান। তবে, এগুলির ফলে খরচও অনেকটাই বেড়ে যায়। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এমন একটি ডিভাইসের প্রসঙ্গ আপনাদের কাছে উপস্থাপিত করব যেটি একদম স্বল্প খরচেই গরম জল প্রস্তুত করে দেবে।

ইতিমধ্যেই ওই যন্ত্রটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এমনকি, আপনি খুব সহজেই অনলাইন মারফত কিনে ফেলতে পারবেন এটি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এটি ব্যবহার করা অত্যন্ত সহজ এবং যন্ত্রটি বহনযোগ্যও বটে। শুধু তাই নয়, এই দুর্দান্ত যন্ত্রটি আপনার বালতিটিকেই রীতিমতো গিজারে পরিণত করে ফেলতে পারে।

জেনে নিন এই দুর্দান্ত যন্ত্রটি সম্পর্কে: জল গরম করার জন্য আজ আমরা আপনাদের কাছে যে ডিভাইসটির প্রসঙ্গ উপস্থাপিত করছি তা ইতিমধ্যেই অ্যামাজনে পাওয়া যাচ্ছে। পাশাপাশি, গ্রাহকরা সহজেই এটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। এই ডিভাইসটির নাম হল Havells Zella Flap Auto Immersion Rod 1000 Watts। এটি একটি ইমার্সন রড (Immersion Rod) যা ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত জল অনায়াসেই গরম করে ফেলতে পারে। তবে, আপনি অফলাইনে কোনো বাজার থেকেও এই ডিভাইসটি কিনতে পারেন।

দাম কত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শীতের মরশুমে গরম জল তৈরি করার ক্ষেত্রে এই যন্ত্রটি নিঃসন্দেহে অত্যন্ত কাজে লাগবে। এমতাবস্থায়, ইচ্ছুক গ্রাহকেরা এই ডিভাইসটি মাত্র ১,০৪৯ টাকায় কিনতে পারবেন। পাশাপাশি, এই বিশেষ যন্ত্রটি খুবই মজবুত হওয়ায় আপনি এটি একবার কিনলেই বছরের পর বছর ধরে ব্যবহার করতে পারবেন।

616uEHVrfjL. AC SS450

কি কি বৈশিষ্ট্য রয়েছে: Havells Zella Flap Auto Immersion Rod-এ আপনি একটি ফাইবারের টাচ প্রোটেকশন কভার পাবেন। যার ফলে আপনি এটি নিরাপদে ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘদিন যাবৎ ধুলো ও ময়লার হাত থেকে সংরক্ষণও করতে পারবেন। এছাড়াও, এই ডিভাইসে আপনি একটি হিটিং ইন্ডিকেটর পাবেন যা অটো কাট অফ বৈশিষ্ট্যের সাথে উপলব্ধ থাকে। এর ফলে বিদ্যুতের অপচয়ও অনেকাংশে কমিয়ে আনা যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর