সোনা-রূপা নয়, পুঁটিও নয়, এই মিষ্টি খুদেই ছিনিয়ে নিল সেরা শিশুশিল্পীর পুরস্কার

বাংলাহান্ট ডেস্ক : সিনেমা হোক বা সিরিয়াল, শিশুশিল্পীদের (Child Actor) গুরুত্ব আর পাঁচজন অভিনেতা অভিনেত্রীদের মতোই। বর্তমানে বিভিন্ন চ্যানেলের সিরিয়ালে বেশ কয়েকজন শিশুশিল্পী (Child Actor) অভিনয় করছেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে এই খুদে শিল্পীদের সম্মানিত করতে এবং উৎসাহ বাড়াতে পুরস্কার প্রদান করা হয়। আর সেখানেই অন্য সব শিশুশিল্পীদের (Child Actor) টপকে সেরার সেরার খেতাব জয় করল মিহি।

সেরা শিশুশিল্পীর (Child Actor) পুরস্কার পেয়েছে রাধিকা

জি বাংলার সিরিয়াল ‘কে প্রথম কাছে এসেছি’তে ছোট্ট মিহিকা ওরফে মিহির চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী (Child Actor) রাধিকা কর্মকার। টিআরপির অভাবে সিরিয়াল ইতি মধ্যেই বন্ধ হয়ে গেলেও রাধিকার অভিনয়ের ভক্ত হয়ে উঠেছিলেন দর্শকরা। তাই এবার সেরা শিশুশিল্পীর (Child Actor) পুরস্কারটাও উঠেছে তারই হাতে।

   

আরো পড়ুন : বলিউডে কোণঠাসা? একটা চাকরির খোঁজে… এ কী হাল অনুপমের!

সুখবর দিয়েছে খুদে

জানা গিয়েছে, টলিস্টার অ্যাওয়ার্ড ২০২৪ এ ‘রাইজিং চাইল্ড অ্যাক্টর অ্যাওয়ার্ড’ পেয়েছে রাধিকা। মায়ের সঙ্গে সেজেগুজে সেখানে পৌঁছেছিল শিশুশিল্পী (Child Actor)। হাসিমুখে মঞ্চে উঠে পুরস্কার নিতে দেখা গিয়েছে তাকে। রাধিকার ফেসবুক পেজ ‘রাধিকা টেলস’এ তার এই অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর জানানো হয়েছে।

আরো পড়ুন : জাস্ট একটুর জন্য… কেবিসিতে কোটি টাকা জিতেও ৭ কোটির এই প্রশ্নে হোঁচট, আপনি জানেন উত্তর?

প্রশংসা নেটিজেনদের

খুদে শিশুশিল্পীকে (Child Actor) প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘খুব মিষ্টি লাগছে’। আরেকজন লিখেছেন, ‘কনগ্র্যাচুলেশনস সোনা মা’। একজন কমেন্ট করেছেন, ‘তোমাকে আমার খুব ভালো লাগে আর মিহির চরিত্রে তোমাকে খুব সুন্দর লাগত, দুর্গাপুর থেকে তাড়াতাড়ি এসো আর আবারো নতুন কোনো চরিত্রে তোমাকে দেখতে চাই রাধিকা’।

Child Actor

প্রসঙ্গত, জি বাংলার দাদাগিরিতেই প্রথম দেখা মিলেছিল রাধিকার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য তার ঝালমুড়ি বানানোর স্টাইল দেখে বেশ মজা পেয়েছিলেন দর্শকরা। ছোট থেকেই অবশ্য বেশ ক্যামেরার সামনে সাবলীল রাধিকা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও বেশ ভাইরাল হয়। বছর চারের রাধিকার আসল বাড়ি দূর্গাপুরে হলেও বর্তমানে কাজের জন্য কলকাতাতেই পরিবারের সঙ্গে থাকে খুদে।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর