বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে সেমিকন্ডাক্টর (Semiconductor) উৎপাদনকে ঘিরে দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দিল্লি NCR-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নয়ডাকে সেমিকন্ডাক্টর হাব হিসেবে তৈরি করার জন্য উত্তরপ্রদেশ সরকার একটি বিরাট পদক্ষেপ নিয়েছে।
নয়ডায় হবে সেমিকন্ডাক্টর (Semiconductor) হাব:
মূলত, সরকার সেমিকন্ডাক্টর (Semiconductor) প্রকল্পগুলির জন্য ৮,৫০০ কোটি টাকার বিশাল প্যাকেজ ঘোষণা করেছে। জানা গিয়েছে যে, যমুনা এক্সপ্রেসওয়ে এবং নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি প্ল্যান্ট গড়ে উঠবে। এর পাশাপাশি এটাও অনুমান করা হচ্ছে, এই প্রকল্পটি প্রায় ১৫,০০০ কর্মসংস্থানের সুযোগ করে দেবে।
হিরানন্দানি গ্রুপও বিনিয়োগ করবে: এদিকে, হিরানন্দানি গ্রুপের টর্ক সেমিকন্ডাক্টরও (Semiconductor) উত্তরপ্রদেশ সরকারের এই প্রকল্পে বিনিয়োগ করবে। এই কোম্পানি YEIDA অঞ্চলে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির জন্য ৩২,১৪৬ কোটি টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে ২৮,৪৪০ কোটি টাকা সেক্টর ২৮-এর কাছে ১২৫ এয়ার এলাকায় সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের জন্য বিনিয়োগ করা হবে। যেখানে প্রায় ১১,০০০ মানুষের কর্মসংস্থান হবে বলে অনুমান করা হচ্ছে।
এছাড়াও, HCL গ্রুপের সাবসিডিয়ারি ভামা সুন্দরী ইনভেস্টমেন্ট এবং ফক্সকন হোন হাই টেকনোলজি ইন্ডিয়া মেগাডেভেলপমেন্ট সেক্টর ১০-এ তাদের ইউনিট স্থাপন করতে ৩,৭০৬ কোটি টাকা বিনিয়োগ করবে। এই ফ্যাসিলিটি ৩,৭৮০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান প্রদান করবে।
সরকার ছাড় দেবে: এদিকে, এই কোম্পানিগুলিকে উৎসাহিত করার লক্ষ্যে উত্তরপ্রদেশ সরকারের তরফে ছাড়ও প্রদান করা হবে। সরকারের কাছ থেকে টর্ক ৭,০৩৭.৫০ কোটি টাকার ক্যাপিটাল সাবসিডি পাবে। এর পাশাপাশি, কোম্পানিটি ৭৫ শতাংশ ছাড়ে জমিও পাবে। এছাড়া সরকারের তরফে এই কোম্পানিকে স্টপ ডিউটিতে ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: “প্রতিটি চ্যালেঞ্জ আমাকে শক্তিশালী করে….”, ঘুষের অভিযোগের পর প্রথমবার মুখ খুললেন আত্মবিশ্বাসী আদানি
এছাড়া, ভামা সুন্দরী ইনভেস্টমেন্ট কোম্পানিও সরকারের কাছ থেকে একাধিক সুযোগ-সুবিধা পাবে। ওই কোম্পানিটি ৯১৯.৩ কোটি টাকার ক্যাপিটাল সাবসিডি এবং জমিতে ১২৪.৪ কোটি টাকা ছাড় পাবে। এছাড়াও, কোম্পানিটি স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিতে প্রায় ১.১ কোটি টাকা ছাড় পাবে বলে জানা গিয়েছে। আসলে এই সংস্থাগুলি ওই রাজ্যে সঠিকভাবে এই প্রকল্পের পরিচালনা করতে এই ছাড় পাবে। পাশাপাশি, এই ছাড় কেন্দ্রের দেওয়া ছাড়ের থেকে আলাদা হবে বলেও জানা গিয়েছে।