আরজি কর কাণ্ডের জের! দুর্গাপুজোর অনুদানে ‘‌না’‌, এই ক্লাবকে কুর্নিশ রাজ্যবাসীর

বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে আরজিকর কাণ্ডে (RG Kar Inident) উত্তাল গোটা বাংলা। তিলোত্তমার এই নির্মম মৃত্যুর জন্য যারা দায়ী সেই সমস্ত অপরাধীদের কঠিন থেকে  কঠিনতর শাস্তির দাবিতে সরব গোটা রাজ্য। আর এবার তিলোত্তমার হত্যার বিচারের দাবিতে অভিনব পদক্ষেপ নিল কলকাতার এক পুজো উদ্যোক্তা কমিটি। সামনেই আসছে দুর্গাপুজো (Durga Pujo)। আর মায়ের মূর্তি পুজোর (Durga Pujo) জন্য ক্লাবগুলিকে প্রতিবছর সরকারি অনুদান (Government Donation) দিয়ে থাকে রাজ্য সরকার।

আরজিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদান ফিরিয়ে প্রতিবাদ এই  ক্লাবের

কিন্তু আরজিকরের তরুণী নির্মম হত্যা এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে এবার দুর্গাপুজোর (Durga Pujo) সেই অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব ক্লাব। কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে তারা এবছর দুর্গাপুজোর সরকারি অনুদান ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করছে। সেই সাথে অন্যদেরও এই অনুদান না নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এই ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, ‘মেয়ের বিচার দিন,মায়ের পুজো নিজেরা বুঝে নেব’। আরজিকরের মতো সরকারি হাসপাতালে ঘটে যাওয়া এমন ন্যক্কারজনক ঘটনার সাথে যুক্ত দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে ক্লাবের এক সদস্য বলেছেন, ‘হয়তো আমদের এই বছর দুর্গাপুজো করতে একটু অসুবিধা হবে। কিন্তু আমরা ক্লাবের সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুর্গাপুজোর এই অনুদান নিচ্ছি না।’‌

প্রসঙ্গত এ দিন দুর্গাপূজার অনুদান না নেওয়ার কথা ক্লাবের তরফ থেকে প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছিল। পরে ওই ক্লাব থেকেও জানিয়ে দেয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে তাঁদের এই সিদ্ধান্ত একেবারেই রাজনৈতিক নয়। আর জি কর হাসপাতালের তরুণীর সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার প্রতিবাদেই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন।

আরও পড়ুন : ‘অভিনেতাদের নাটক দেখে লজ্জিত’! তিলোত্তমার বিচার চেয়ে কেঁদে ভাসালেন ‘প্রতিবাদী’ শ্রীলেখা

প্রসঙ্গত উত্তরপাড়া ক্লাবের অনুদান না নেওয়ার  প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেছেন, ‘‌আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন। সরকার সব রকম সাহায্য করছে। সিবিআই তদন্ত শুরু করেছে। এখন যদি কোনও ক্লাব এই সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা ওনাদের সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত সরকারি দফতরে লিখিত আকারে জেলা প্রশাসনের কাছে জানানো দরকার। রবিবার আমরাও উত্তরপাড়ায় এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি।’‌

Durga

অন্যদিকে ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কে আটক করেছে সিবিআই। সেই থেকে পরপর চলছে জিজ্ঞাসাবাদ। যা চলছে শনিবারেও। অন্যদিকে গতকাল অর্থাৎ শুক্রবার দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে ডেডলাইন বেঁধে দিয়ে জানিয়েছেন সিবিআই তদন্ত নাকি অনন্তকাল চলতে পারে না ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর