বাংলাহান্ট ডেস্ক : বিগত বছরগুলিতে ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটির চাহিদা বৃদ্ধি পেয়েছে লক্ষণীয় ভাবে। গত কয়েক বছর ধরেই জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। বর্তমানে কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ঘোরাফেরা করছে ১০৫ টাকার আশেপাশে। এই অবস্থায় অনেকেরই বিকল্প পছন্দ হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটি (Electric Scooter)।
ইলেকট্রিক স্কুটি (Electric Scooter) বিক্রি সংক্রান্ত তথ্য
গত ফেব্রুয়ারি মাসে সামগ্রিকভাবে ভারতের বাজারে কমেছে গাড়ি বিক্রির হার। সেই রেশ এসে পৌঁছেছিল ইলেকট্রিক স্কুটির (Electric Scooter) বাজারেও। তবে মার্চ মাসে ফের অনেকটাই বেড়েছে ইলেকট্রিক স্কুটির বিক্রি। ইলেকট্রিক স্কুটির বাজারে চলতি মার্চ মাসে সবথেকে বেশি বিকিয়েছে বাজাজের (Bajaj) ইলেকট্রিক টু হুইলার।
আরও পড়ুন : ‘সনাতন হিন্দু ধর্ম খারাপ?’ মমতার ‘গন্দা ধর্ম’ মন্তব্য নিয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর
পরিসংখ্যান বলছে, শুধু মার্চেই দেশের বাজারে বাজাজ অটোমোবাইলস বিক্রি করেছে ৩০,১৩৩টি ইউনিট, শতাংশের বিচারে দেশের বাজারে মোট বিক্রি হওয়ার স্কুটির নিরিখে যা ২৫.৮%। বাজাজের পর ইলেকট্রিক টু হুইলার বিক্রির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে টিভিএস আই কিউবি। চলতি মার্চ মাসে ২৬,৪৮১টি ইলেকট্রিক টু হুইলার ইউনিট বিক্রি করে টিভিএস ২২.৬% বাজার অংশীদারিত্ব অর্জন করেছে।
আরও পড়ুন : আর নয় অপেক্ষা! কবে থেকে চালু হবে এয়ারপোর্ট মেট্রো, সামনে এল বড় আপডেট
এরপরই রয়েছে ওলা ইলেকট্রিকের নাম। ফেব্রুয়ারি মাসে রক্তক্ষরণের পর মার্চে ওলার ইলেকট্রিক স্কুটার বিক্রির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২২৬৮৫-তে, শতাংশের বিচারে যা ১৯.৪%। পাশাপাশি মার্চে ১৪,৪৪৭ ইউনিট ইলেকট্রিক স্কুটি মডেল বিক্রি করেছে অ্যাথার, যা ভারতের বাজারে বিক্রিত মোট ইলেকট্রিক স্কুটির ১২.৩%। অন্যদিকে, চলতি মাসে ৬৫৩৯ ইউনিট ইলেক্ট্রিক টু হুইলার মডেল বিক্রি করে ৫.৬% বাজার দখল করেছে হিরো ডিভা।
ফেডারেশন অফ অটোমোবাইলস ডিলার্স অ্যাসোসিয়েশনের (FADA) রিপোর্ট বলছে, লক্ষণীয়ভাবে ভারতের বাজারে টু হুইলার গাড়ি বিক্রির পরিমাণ কমেছে গত ফেব্রুয়ারি মাসে। গত ফেব্রুয়ারিতে সামগ্রিকভাবে ভারতের বাজারে ৭% হ্রাস পেয়েছে যানবাহন বিক্রি। FADA রিপোর্টে উল্লেখ করেছে, অর্থায়নের সমস্যা, গাড়ির দাম ওঠানামার কারণেই গত ফেব্রুয়ারি মাসে ভারতের গাড়ি বিক্রির বাজারে লক্ষ্য করা গিয়েছিল শ্লথতা।
তবে মার্চ মাসে দেশের (India) বাজারে অনেকটাই বেড়েছে টু হুইলার গাড়ির বিক্রি। ইলেকট্রিক টু হুইলার বিক্রির ক্ষেত্রে চলতি মাসে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাজাজ, টিভিএস ও ওলার মতো সংস্থাগুলি। আগামীকালই শুরু হতে চলেছে নতুন অর্থবর্ষ। নয়া অর্থবর্ষে গাড়ি বিক্রির বাজারে এই ধারা অব্যাহত থাকে কি না এখন সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।