টাটা গ্রুপকে ডুবিয়ে দিল এই সংস্থা, হল কোটি কোটি টাকার ক্ষতি! আপনিও হয়ে যান সাবধান

বাংলা হান্ট ডেস্ক: টাটা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান TTML (টাটা টেলিসার্ভিসেস লিমিটেড)-এর শেয়ার গত ৫ সেশনে তাঁদের বিনিয়োগকারীদের হতাশ করেছে। ২০২১ সালের ডিসেম্বরে শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিকে মোট ৩০২ কোটি টাকার নেট লোকসানের রিপোর্ট আসার পরেই কোম্পানির শেয়ার প্রতিদিনই নিম্ন সার্কিটে থাকছে।

যদিও, এক বছর আগের ত্রৈমাসিকে মোট ২৯৮ কোটি টাকা লোকসান হয়েছিল। যেই কারণে আজও এই স্টকে ৩১,৭১,২৮৫ টি শেয়ার বিক্রি হচ্ছে এবং কোনো ক্রেতাও পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১১ জানুয়ারি TTML-এর স্টক তার সর্বকালের সর্বোচ্চ ২৯০.১৫ টাকায় বন্ধ হয়েছিল।

এর আগে, এটি এক বছরে বিষ্ময়কার ভাবে প্রায় ২,৮৩০ শতাংশ হারে রিটার্নও দিয়েছে। কিন্তু, আজ তা ৫ শতাংশ লোয়ার সার্কিটের পর শেয়ার প্রতি ১৪৭.৩৫ টাকায় নেমে এসেছে। গত ১১ ফেব্রুয়ারি এনএসইতে TTML, ১৫৫.১০ টাকায় বন্ধ হয়েছিল। পাশাপাশি, এটি ১০ ​​ফেব্রুয়ারি ১৬৩.২৫ টাকা, ৯ ফেব্রুয়ারি ১৭১.৮০ টাকা এবং ৮ ফেব্রুয়ারি ১৮০.৮০ টাকায় বন্ধ হয়েছিল।

এছাড়াও, এটি ২৩ ডিসেম্বর থেকে প্রায় প্রতিদিনই আপার সার্কিটের কাছাকাছি পৌঁছে যায়। গত ২৩ ডিসেম্বর ১৫৪.১০ টাকায় বন্ধ হওয়ার পর গত ১০ জানুয়ারিতে এটি ২৯০.১৫ টাকায় পৌঁছেছিল। এই সময়ের মধ্যে, বিনিয়োগকারীদের এই শেয়ার ১৮৮ শতাংশ রিটার্ন দিয়েছে।

তবে, ক্রমশ দাম বাড়ার পরে হঠাৎ এই পতনে অবাক সকলেই। প্রকৃতপক্ষে, সম্প্রতি টাটা টেলিসার্ভিসেস লিমিটেড (TTML) সামঞ্জস্যপূর্ণ মোট রাজস্বের (এজিআর) বকেয়া সুদকে ইক্যুইটিতে রূপান্তর করার পরিকল্পনা বাতিল করেছে। এছাড়াও, সম্প্রতি, টাটা টেলিসার্ভিসেস সরকারকে দেওয়া ৮৫০ কোটি টাকার সুদকে ইক্যুইটিতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে, যা কোম্পানির ৯.৫ শতাংশ শেয়ারের সমতুল্য।

তবে, এখন এই প্ল্যান বাতিল করেছে সংস্থাটি। তারপর থেকে, TTML-এ প্রতিদিন আপার সার্কিট ছিল। এদিকে, গত সপ্তাহে এই কোম্পানির ফলাফল প্রকাশের পর আবারও লোয়ার সার্কিটের পর্ব শুরু হয়েছে।

1576736041 BuTI4n Tata Telecom1

উল্লেখ্য যে, TTML হল টাটা টেলিসার্ভিসেসের একটি সহযোগী সংস্থা। এই কোম্পানিটি তার সেগমেন্টে বাজারের শীর্ষস্থানীয়। সংস্থাটি সাধারণত ভয়েস, ডেটা পরিষেবা সরবরাহ করে। এছাড়াও, প্রতিষ্ঠানটির গ্রাহক তালিকায় রয়েছে অনেক বড় বড় নাম। মার্কেট বিশেষজ্ঞদের মতে, গত মাসে কোম্পানিগুলির জন্য স্মার্ট ইন্টারনেট ভিত্তিক পরিষেবা চালু করেছে কোম্পানিটি।

এই পরিষেবা ইতিমধ্যেই ভালো প্রতিক্রিয়া পাচ্ছে কারণ, এর সাহায্যে কোম্পানিগুলি দ্রুত ইন্টারনেট এবং কাস্টমাইজড নিয়ন্ত্রণ সহ ক্লাউড ভিত্তিক নিরাপত্তা পরিষেবা পাচ্ছে। এছাড়াও, এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ক্লাউড ভিত্তিক নিরাপত্তা, যাতে ডেটা নিরাপদ রাখা যায়। ডিজিটাল ভিত্তিতে পরিচালিত ব্যবসাগুলো এই লিজ লাইন থেকে অনেক সাহায্য পাবে। এতে সব ধরনের সাইবার জালিয়াতি থেকে সুরক্ষার পাশাপাশি দ্রুত ইন্টারনেটের সুবিধাও দেওয়া হচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর