ফিক্সড ডিপোজিটের উপর ৯ শতাংশের উপর সুদ, আজই বিনিয়োগ করে হয়ে যান মালামাল

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরে নিরাপদ বিনিয়োগ করে ব্যাপক রিটার্ন পেতে চান? আপনাকে জানিয়ে রাখি, এমন এক দুর্দান্ত সুযোগ এনেছে শ্রীরাম ফিন্যান্স লিমিটেড। বিনিয়োগ করার অন্যতম নিরাপদ আশ্রয় হল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। নির্দিষ্ট মেয়াদের পর নিশ্চিত রিটার্ন পাওয়ার জন্য অনেকেই বেছে নেন এই কম ঝুঁকিপূর্ণ বিকল্প। তবে আজকের দিনে মুদ্রাস্ফীতিকে টক্কর দেওয়ার জন্য এই বিকল্প যথেষ্ট নয়।

এই সমস্ত চিন্তা থেকেই গ্রাহকদের মুক্তি দিতে এক দুর্দান্ত সুযোগ এনেছে শ্রীরাম ফিন্যান্স লিমিটেড। তারা ভারতের সব থেকে বড় নন ব্যাঙ্কিং ফিন্যান্স কোম্পানি। ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার অনেকটাই বাড়িয়ে দিল তারা। পাঁচ বেসিস পয়েন্ট থেকে বাড়িয়ে ১০ বেসিস পয়েন্ট করে দিল সুদের হার। নতুন বছর থেকেই এই সুদের হার কার্যকর হয়েছে। 

Fixed Deposit 2

এর ফলে গাহকরা এখন থেকে ফিক্সড ডিপোজিটের উপর ৯.৩৬ শতাংশ হারে সুদ পাবেন। যদিও এর জন্য কিছু শর্ত দিয়েছে কোম্পানিটি। এক বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ৩০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। সে জন্য এখন সুদের হার ৭ শতাংশ থেকে বেড়ে ৭.৩০ শতাংশ হয়েছে। যে ফিক্সড ডিপোজিটগুলি ১৮ মাসে ম্যাচিওর করবে, সেগুলির উপর সুদের হার ২০ বেসিস পয়েন্ট বেড়েছে।

এ ক্ষেত্রে সুদের হার ৭.৩০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৫০ শতাংশ। একইসঙ্গে ২৪ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হারও ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে সুদের হার ৭.৫০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৭৫ শতাংশ। শ্রীরাম ফিন্যান্স লিমিটেড ৩৬ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এ ক্ষেত্রে ৮.০৫ শতাংশ থেকে সুদের হার বেড়ে হয়েছে ৮.১৫ শতাংশ। 

senior citizen fd

এ ফিক্সড ডিপোজিটগুলি ৪২ মাস মেয়াদের, তাদের উপর সুদের হার ৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। সেক্ষত্রে সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বেড়ে ৮.২০ শতাংশ হয়েছে। পাশাপাশি, ৪৮ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ৮.২০ শতাংশ থেকে বেড়ে ৮.২৫ শতাংশ হয়েছে। ৬০ মাস মেয়াদের ডিপোজিটের উপর সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে ৮.৪৫ শতাংশ।

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে বাড়তি ০.৫০ শতাংশ সুদের হার দিচ্ছে শ্রীরাম ফিন্যান্স। একইসঙ্গে মহিলা প্রবীণ নাগরিকরা ০.১০ শতাংশ হারে বাড়তি সুদ পাবেন। তাঁরা ফিক্সড ডিপোজিট রিনিউ করলে সর্বোচ্চ ৯.৩৬ শতাংশ হারে সুদ পাবেন। সাধারণ ডিপোজিট ও রিনিউয়ালের ক্ষেত্রে সর্বোচ্চ ৮.৭২ শতাংশ হারে সুদ মিলছে। প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৯.২৬ শতাংশ হারে মিলবে সুদ।   


Subhraroop

সম্পর্কিত খবর