বিনিয়োগকারীদের কপাল খুলল রতন টাটার প্রিয় কোম্পানি! ১ লক্ষ টাকা পোঁছে গেল ৮ লক্ষে

বাংলা হান্ট ডেস্ক: টাটা গ্রুপের (Tata Group) অন্তর্গত টাটা মোটরস (Tata Motors) দেশের বর্ষীয়ান শিল্পপতি রতন টাটার অন্যতম পছন্দের সংস্থা হিসেবে বিবেচিত হয়। বর্তমান সময়ে এই কোম্পানি একের পর এক নজির তৈরি করছে। শুধু তাই নয়, মার্কেট ক্যাপের নিরিখে টাটা মোটরস হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। গত সপ্তাহে এই সংস্থার শেয়ারেও বিপুল বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। গত বৃহস্পতিবার, এই সংস্থার শেয়ার পৌঁছে গিয়েছিল রেকর্ড উচ্চতায়।

নজির গড়ল টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি:

প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার, টাটা গ্রুপের (Tata Group) টাটা মোটরসের শেয়ার ৫ শতাংশের বেশি বৃদ্ধির মাধ্যমে ১,০৮৪ টাকায় লেনদেন হতে দেখা যায়। অটোমোবাইল সেক্টরের অন্যতম বড় সংস্থা টাটা মোটরসের শেয়ারে এহেন বৃদ্ধির জেরে লাভবান হয়েছেন বিনিয়োগকারীরাও। পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছরের মধ্যেই, এটি বিনিয়োগকারীদের ৬৩৩.৬৭ শতাংশের রিটার্ন দিয়েছে।

   

This company of Tata Group benefited the investors.

এদিকে, চলতি সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিন অর্থাৎ সোমবারেও বাজার খোলার সাথে সাথে টাটা গ্রুপের (Tata Group) এই সংস্থার এই শেয়ারে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। সকাল ৯ টা বেজে ২৫ মিনিট নাগাদ এই শেয়ার পৌঁছে গিয়েছিল ১,১৩৭.০৫ টাকায়। শুধু তাই নয়, একটা সময় এই শেয়ারের দাম হয়ে যায় ১,১৩৯.৯০ টাকা। যেটি এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: আম্বানি বনাম টাটা! টেলিকম সেক্টরে আসতে চলেছে বিরাট বিপ্লব

উল্লেখ্য যে, টাটা গ্রুপের (Tata Group) এই অটোমোবাইল কোম্পানির শেয়ার তার বিনিয়োগকারীদের জন্য মাল্টিব্যাগার হিসেবে প্রমাণিত হয়েছে। মাত্র ৫ বছরে, যেসমস্ত বিনিয়োগকারীরা টাটা মোটরসের শেয়ারে অর্থ বিনিয়োগ করেছেন তাঁরা ৬৩৩.৮১ শতাংশের বেশি মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছেন। অর্থাৎ সোজাভাবে বলতে গেলে, যদি একজন বিনিয়োগকারী ৫ বছর আগে এই কোম্পানির শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং এখনও পর্যন্ত তা “হোল্ড” করে রাখতেন সেক্ষেত্রে আজ সেই বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়াত ৮ লক্ষ টাকারও বেশি।

আরও পড়ুন: ঋণ শোধ করতে না পেরে এমন কাণ্ড ঘটাল পাকিস্তান! রেগে লাল জিনপিং

এদিকে, টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি টাটা মোটরসের শেয়ারের চমৎকার পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে, গ্লোবাল ব্রোকারেজ হাউস নোমুরা এই শেয়ারের জন্য তার পূর্বের টার্গেট প্রাইস পরিবর্তন করেছে। নোমুরা টাটা মোটরস শেয়ারকে “বাই” রেটিং দিয়েছে এবং বলেছে যে এই শেয়ারে এখনও উপার্জনের সুযোগ রয়েছে। এর পাশাপাশি, ওই ব্রোকারেজ ফার্ম টাটা মোটরসের শেয়ারের জন্য ১,২৯৪ টাকার একটি নতুন টার্গেট প্রাইস সেট করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর