বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বড় নজির ঘটল টাটা গ্রুপের (Tata Group) একটি সংস্থা। গত সপ্তাহের শুক্রবার অর্থাৎ ১০ জানুয়ারি সেনসেক্স ২৪১ পয়েন্ট এবং নিফটি ৯৫ পয়েন্ট কমে বন্ধ হয়েছিল। এদিকে, সপ্তাহ জুড়ে দরপতন অব্যাহত থাকায় দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলিকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। যদিও, এহেন পতনের পরেও, টাটা গ্রুপের একটি সংস্থা ৬০,১৬০ কোটি টাকা লাভ করেছে।
টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানি হল মালামাল:
TCS-এর ভ্যালু ৬০,১৬৯ কোটি টাকা বেড়েছে: গত সপ্তাহে, টাটা গ্রুপের (Tata Group) IT কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) তার তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। যেখানে তাদের দুর্দান্ত মুনাফার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এই খবর সামনে আসার পরই, কোম্পানির শেয়ারগুলিতে দুর্দান্ত কেনাকাটা দেখা গেছে। যার কারণে গত শুক্রবার এই কোম্পানির শেয়ার ৫.৬২ শতাংশ বৃদ্ধির সাথে ৪,২৬৫.৬৫ টাকায় বন্ধ হয়।
এদিকে, এই বৃদ্ধির কারণে কোম্পানির মার্কেট ক্যাপ ৬০,১৬৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং সামগ্রিকভাবে মার্কেট ক্যাপ পৌঁছে যায় ১৫,৪৩,৩৪৯ লক্ষ কোটি টাকায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৩ জানুয়ারি অর্থাৎ সোমবারও এই শেয়ারে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। TCS-এর শেয়ার ০.৬০ শতাংশ বৃদ্ধির সাথে আজ ৪,২৯১.১০ টাকায় পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই কারণে এখনও পর্যন্ত দল ঘোষণা করেনি BCCI, মিলল বড় আপডেট
এই কোম্পানিগুলি সবচেয়ে বেশি লাভবান হয়েছে: TCS ছাড়াও, গত সপ্তাহে যেসব কোম্পানিগুলি সবচেয়ে বেশি লাভ করেছে তা হল HCL (১৩,১২১ কোটি টাকা), Infosys (১১,৭৯২ কোটি টাকা), Airtel (৮,৯৯৯ কোটি টাকা) হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (৮,৫৬৪ কোটি টাকা)। এর পাশাপাশি HCL টেকের শেয়ার বৃদ্ধির কারণে, এই সংস্থার মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়ে ৫.৪২ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন: “আমি একজন সেবক হিসেবে এসেছি….”, ভূস্বর্গে টানেল উদ্বোধন করতে গিয়ে সবার মন জিতলেন মোদী
সবচেয়ে বেশি লোকসান হয়েছে এই ৫ টি কোম্পানির: একদিকে, যেখানে টাটা গ্রুপের কোম্পানি TCS প্রচুর মুনাফা করেছে, অন্যদিকে, HDFC ব্যাঙ্ক বড় ধাক্কা খেয়েছে। এই কোম্পানির মার্কেট ক্যাপ ৭০,৪৭৯ কোটি টাকা কমেছে এবং বর্তমানে তা ১২.৬৭ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। এছাড়াও যে সমস্ত সংস্থাগুলি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের মধ্যে রয়েছে ITC (৪৬,৪৮১ কোটি টাকা), SBI (৪৪,৯৩৫ কোটি টাকা) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (১২,১৭৯ কোটি টাকা) এবং ICICI ব্যাঙ্ক (১১,৮৭৭) কোটি টাকা।