বিনিয়োগকারীদের খুলল কপাল! Tata Group-এর এই কোম্পানি আনছে বড় চমক

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তাঁরা শীঘ্রই টাটা গ্রুপের (Tata Group) ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি টাটা ক্যাপিটালে বিনিয়োগের সুযোগ পাবেন। মূলত, ওই কোম্পানিটির বোর্ড IPO লঞ্চের অনুমোদন দিয়েছে। সবথেকে উল্ল্যেখযোগ্য বিষয় হল, এটি ২ বছরেরও কম সময়ের মধ্যে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়া টাটা গ্রুপের দ্বিতীয় কোম্পানি হবে। যেমনটি আগে ২০২৩ সালে, টাটা গ্রুপের প্রযুক্তি শাখা, টাটা টেকনোলজিস, তালিকাভুক্ত হয়েছিল।

টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানি আনছে IPO:

এদিকে, টাটা ক্যাপিটাল IPO পরিকল্পনা অনুমোদন করার পর মঙ্গলবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) টাটা ইনভেস্টমেন্টের শেয়ারের দাম ৮ শতাংশ বেড়ে ৬,২২০.৭৫ টাকায় পৌঁছে গিয়েছে। জানিয়ে রাখি যে, টাটা ক্যাপিটাল হল টাটা গ্রুপের (Tata Group) একটি নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি (NBFC)। যেটি গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সের সহযোগী হিসেবে কাজ করে। বর্তমানে, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের (TICL) কাছে টাটা ক্যাপিটালের ২ শতাংশেরও এর বেশি শেয়ার রয়েছে। অপরদিকে, এর মূল কোম্পানি টাটা সন্স এই NBFC-র ৯৩ শতাংশ ধারণ করে।

This company of Tata Group is bringing a big surprise.

সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৪-২৫-এর জন্য একটি নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি (NBFC) হিসেবে টাটা ক্যাপিটালকে শ্রেণিবদ্ধ করেছে। RBI বিধি মেনে চলার জন্য, কোম্পানিটিকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে বাজারে তালিকাভুক্ত হতে হবে। এই বিষয়টি মাথায় রেখে এখন IPO চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: “যখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়…..”, মোদীর প্রশংসায় পঞ্চমুখ আদানি, স্পষ্ট জানালেন….

টাটা ক্যাপিটালের IPO বিবরণ: জানা গিয়েছে যে, টাটা ক্যাপিটালের IPO শেয়ার প্রতি ১০ টাকার মূল্য সহ নতুন শেয়ার ইস্যু করবে। শেয়ারের পরিমাণ মোট ২৩ কোটি। এর অবশিষ্ট অংশে বিদ্যমান এবং যোগ্য শেয়ার হোল্ডারদের দ্বারা বিক্রয়ের জন্য একটি অফার (OFS) থাকবে। OFS-এর আকার এবং IPO-তে বিক্রিত শেয়ারহোল্ডারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। টাটা ক্যাপিটালের ফাইলিং অনুসারে, OFS বাজারের অবস্থা, প্রয়োজনীয় অনুমোদন, নিয়ন্ত্রক ছাড়পত্র এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলির ওপর নির্ভর করবে।

আরও পড়ুন: অর্থনীতি ও উন্নয়নের দিক ভারতকে পেছনে ফেলবে পাকিস্তান! বিরাট দাবি করেই মহা ফাঁপরে শরীফ

এদিকে, টাটা গ্রুপের (Tata Group) টাটা ক্যাপিট্যালসের বোর্ড বিদ্যমান শেয়ার হোল্ডারদের জন্য ১,৫০৪ কোটি মূল্যের একটি রাইট ইস্যু অনুমোদন করেছে। যার রেকর্ড ২৫ ফেব্রুয়ারি ২০২৫-এর জন্য সেট করা হয়েছে। জানিয়ে রাখি যে, টাটা ক্যাপিটাল এখনও রাইট ইস্যু মূল্য বা এনটাইটেলমেন্ট রেশিও চূড়ান্ত করেনি।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X