বাংলা হান্ট ডেস্ক: গত সপ্তাহে শেয়ার বাজার বিনিয়োগকারীদের লাভের বন্যা বইয়ে দিয়েছে। শুধু তাই নয়, বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) শীর্ষ-১০ ভ্যালুয়েবল কোম্পানির মধ্যে ৮ টির মার্কেট ভ্যালু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও, ২ টি কোম্পানির মার্কেট ভ্যালু হ্রাস পেয়েছে। তবে, লাভবান হওয়া কোম্পানিগুলির মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে সকলের। মূলত, টাটা গ্রুপের (Tata Group) অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা TCS (Tata Consultancy Services)-এর শেয়ার এক সপ্তাহের মধ্যে বিনিয়োগকারীদের ৪২,৬৩৯.১৬ কোটি টাকার লাভ এনে দিয়েছে।
নজর কেড়েছে টাটা গ্রুপের (Tata Group) TCS:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সেনসেক্সের শীর্ষ ১০ টি কোম্পানির মধ্যে ৮ টির মার্কেট ক্যাপ গত সপ্তাহে ২,১০,৩৩০.২৬ কোটি টাকা বেড়েছে। এদের মধ্যে টাটা গ্রুপের (Tata Group) TCS এবং LIC সবথেকে বেশি লাভ করেছে। গত সপ্তাহে, ৩০-শেয়ারের BSE সেনসেক্স ৮৫.৩১ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়েছে। এদিকে, গত শুক্রবার (১৯ জুলাই) সেনসেক্স তার সর্বকালের সর্বোচ্চে ৮১,৫৮৭.৭৬-এ পৌঁছে যায়। গত বুধবার (১৭ জুলাই) মহরম উপলক্ষ্যে শেয়ার বাজার বন্ধ ছিল।
TCS এবং LIC-র বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন: উল্লিখিত সপ্তাহে TCS-এর মার্কেট ভ্যালু ৪২,৬৩৯.১৬ কোটি টাকা বেড়ে ১৫,৫৬,৭৭২.৬১ কোটি টাকা হয়েছে। এদিকে, LIC-র মার্কেট ভ্যালু ৩৬,৭৪৮.২৩ কোটি টাকা বেড়ে ৭,০১,৬৯৫.২৪ কোটি টাকা হয়েছে।
লাভবান হয়েছে এই কোম্পানিগুলিও: জানিয়ে রাখি যে, ইনফোসিসের মার্কেট ভ্যালু ৩৩,৫৬৯.১৬ কোটি টাকা বেড়ে ৭,৪৪,৩৯৬.৪৩ কোটি টাকায় পৌঁছেছে। এদিকে, SBI-এর মার্কেট ভ্যালু ২৬,৩৭২.২৩ কোটি টাকা বেড়ে ৭,৯৩,৫৭৬.৪৯ কোটি টাকা হয়েছে। হিন্দুস্তান ইউনিলিভারের মার্কেট ভ্যালু ২৪,৪৯৪.৪৯ কোটি টাকা বেড়ে ৬,৪০,৬৫১.৩০ কোটি টাকা, ITC-র মার্কেট ভ্যালু ১৯,৪২০.৫২ কোটি টাকা বেড়ে ৫,৯২,৬৭৯.৩০ কোটি টাকা, ভারতী এয়ারটেলের মার্কেট ভ্যালু ১৬,২২৩.০৩ কোটি টাকা বেড়ে ৮,৩১,৯২৮.৩৯ কোটি টাকা হয়েছে। এদিকে, ICICI ব্যাঙ্কের মার্কেট ভ্যালু ১০,৮৬৩.৪৪ কোটি টাকা বেড়ে হয়েছে ৮,৭৮,৫৩১.৬০ কোটি টাকা।
আরও পড়ুন: সঞ্জীব গোয়েঙ্কার সাথে “ঝগড়ার” ফলে LSG ছাড়ছেন রাহুল? মিলল ইঙ্গিত, যুক্ত হবেন কোন দলে?
ক্ষতির সম্মুখীন হয়েছে এই কোম্পানিগুলি: প্রসঙ্গত উল্লেখ্য যে, HDFC ব্যাঙ্কের মার্কেট ভ্যালু ১৩,১২৪.০১ কোটি টাকা কমে ১২,২২,৭০১.৩৪ কোটি টাকা হয়েছে। এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ভ্যালু ৫৬,৭৯৯.০১ কোটি টাকা কমে ২১,০৩,৮২৯ কোটি টাকা হয়েছে।
আরও পড়ুন: ভারতের ৯ জন ধনী আধ্যাত্মিক গুরুর মোট সম্পদ জানলে উড়বে হুঁশ, তালিকায় রয়েছে বড় চমক
শীর্ষ ১০ কোম্পানির তালিকা: এই তালিকায় প্রথম স্থানে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এরপরে, TCS, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইনফোসিস, LIC, হিন্দুস্তান ইউনিলিভার এবং ITC রয়েছে।