বাংলা হান্ট ডেস্ক: এবার টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি টাটা সন্স সম্পর্কে বড় বিবৃতি সামনে আনল RBI। কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে যে, NBFC আবেদন বাতিল করার জন্য গ্রুপের দায়ের করা আবেদনটি এখনও তদন্ত করা হচ্ছে। জানিয়ে রাখি যে, টাটা গ্রুপে টাটা সন্সের একটি বড় অংশীদারিত্ব রয়েছে।
টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি টাটা সন্সের দিকে তাকিয়ে সকলে:
এমতাবস্থায়, RBI-এর তদন্তের পরই জানা যাবে সন্সের আইপিও বাজারে আসবে কি না। তবে, টাটা সন্স চায় না তার IPO আসুক। কিন্তু যদি কোম্পানিটি NBFC-তে থেকে যায়, তাহলে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে IPO চালু করতে হবে। NBFC-র তালিকা প্রকাশ করার সময়ে RBI জানিয়েছে যে, টাটা গ্রুপ (Tata Group) টাটা সন্সের লিস্টিং চায় না। টাটা সন্সকে NBFC-আপার লেয়ার হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল এবং নতুন তালিকায় কোনও পরিবর্তন নেই।
RBI স্পষ্ট করে বলেছে যে, যদি কোনও সংস্থাকে NBFC বা NBFC- আপার লেয়ার হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়, তবে তাকে কমপক্ষে ৫ বছরের জন্য নিয়ন্ত্রক মানগুলি অনুসরণ করতে হবে। পরে ওই কোম্পানি সেখান থেকে বেরিয়ে গেলেও তাকে ৫ বছর থাকতে হবে। এই নিয়ম এড়াতে টাটা সন্স RBI-কে NBFC থেকে সরিয়ে দিতে বলেছে।
আরও পড়ুন: ভারতের মিসাইলের “প্রেমে পড়েছে” ফিলিপিন্স! চিনের ঘুম উড়িয়ে এবার কী কিনতে চলেছে ওই দেশ?
টাটা সন্স ঋণ কমাচ্ছে: এদিকে, টাটা সন্স ছাড়াও, NBFC-আপার লেয়ারের অধীনে মূল বিনিয়োগ কোম্পানির তালিকায় বর্তমানে আরও ১৫ টি কোম্পানি রয়েছে। এমতাবস্থায়, টাটা সন্স যদি এই তালিকায় থেকে যায়, তাহলে তার IPO চালু করতে হবে। এটি এড়াতে কোম্পানিটি তার ঋণ কমিয়ে আনছে যাতে IPO চালু করতে না হয়। ২০২৪ সালে টাটা সন্স TCS-এর শেয়ার বিক্রি করে তার ঋণ কমিয়েছে।
আরও পড়ুন: রেহাই পাবেন না রোহিত-বিরাটও, BCCI-এর এই ১০ টি নিয়ম না মানলেই কেরিয়ারে নামবে অন্ধকার
রিপোর্ট অনুসারে, টাটা গ্রুপের (Tata Group) এই সংস্থা যদি NBFC-আপার লেয়ারে থেকে যায়, সেক্ষেত্রে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে তাদের IPO চালু করতে হবে। কোম্পানির হোল্ডিং এবং মূল্য বিবেচনা করে, সেক্ষেত্রে কমপক্ষে ৫০,০০০ কোটি টাকার ইক্যুইটি বিক্রি করতে হবে। এমনটা হলে এটিই হবে সবথেকে বড় IPO।